এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পুরনির্বাচনে সবুজ ঝড়ের মধ্যেও তৃণমূলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, তীব্র চাঞ্চল্য

পুরনির্বাচনে সবুজ ঝড়ের মধ্যেও তৃণমূলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, তীব্র চাঞ্চল্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কলকাতা পুর নির্বাচনের গণনা শুরু হতেই পরিষ্কার হয়ে গিয়েছে ট্রেন্ড কোন দিকে যেতে চলেছে। বরাবরের মতন পুরনির্বাচনে তৃণমূলের বড় জয়। কার্যত সবুজ ঝড়ে ধুয়েমুছে সাফ বিরোধীরা। কিন্তু এর মধ্যেও একটি বড় অভিযোগ উঠে এলো তৃণমূলের বিরুদ্ধে এবং অভিযোগ করলেন 141 নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী পূর্বাশা নস্কর। কার্যত তিনি অভিযোগ করেছেন, তাঁর ওয়ার্ডে অষ্টম রাউন্ডের গননা শেষে যখন দেখা যায় তিনি 1013 ভোটে এগিয়ে রয়েছেন, তখন তৃণমূল পূর্বপরিকল্পিতভাবে গণনা বন্ধ করে দেয়।

প্রায় দেড় ঘন্টা ভোট গণনা বন্ধ থাকে বলে জানা গেছে। আর এই নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক চাপানউতোর। খুব স্বাভাবিকভাবে ভোট গণনা বন্ধ হয়ে যাওয়ায় নির্দল প্রার্থী প্রতিবাদ জানাতে শুরু করেন। ভোটকেন্দ্রে চিৎকার-চেঁচামেচি বাড়তেই নির্দল প্রার্থী পূর্বাশা নস্করকে এবং ভোট গণনা কেন্দ্রে উপস্থিত কংগ্রেস এজেন্টকে বাইরে বার করে দেয় পুলিশ। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ভোটকেন্দ্রের বাইরে বেরিয়ে নির্দল প্রার্থী পূর্বাশা নস্কর জানিয়েছেন, তিনি 1013 ভোটে এগিয়েছিলেন। কিন্তু গণনা বন্ধ থাকার প্রতিবাদ করতে যাওয়ায় তাঁকে হেনস্থা হতে হলো পুলিশের হাতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কার্যত প্রতিবাদ করায় পুলিশ প্রশাসন তাঁকে ধাক্কা মেরে বের করে দিয়েছে। তাঁর কোনো কথা শোনা হয়নি বলে অভিযোগ জানিয়েছেন নির্দল প্রার্থী। অন্যদিকে কংগ্রেসের এজেন্ট অভিযোগ জানিয়েছে, শাসক দলের প্রার্থী হারছিলেন বলেই গণনা বন্ধ করে দেওয়া হয় এবং বিরোধীদের বার করে দেওয়া হয় ভোট গণনা কেন্দ্র থেকে। শাসক দলের পক্ষ থেকে অবশ্য বলা হয়, চারটি ইভিএম আসেনি। তাই গণনা বন্ধ রাখা হয়েছিল। খুব স্বাভাবিকভাবেই সবুজ ঝড়ের মধ্যে এ ধরনের অভিযোগ তৃণমূলের ছবি কালিমালিপ্ত করল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এই অভিযোগের ভিত্তিতে কি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, এখন সে দিকেই নজর থাকছে ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!