ঢিলের বদলে পাটকেল, ইডি ও সিবিআইকে স্পিকারের তলব, পাল্টা পদক্ষেপে দুই কেন্দ্রীয় সংস্থা জাতীয় তৃণমূল বিশেষ খবর রাজনীতি রাজ্য October 4, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভার স্পিকারের বিরুদ্ধে এবার ঢিলের বদলে পাটকেল নীতি দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। নারদ মামলায় বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সিবিআই ও ইডির একাধিক আধিকারিককে আজ আবার বিধানসভায় তলব করেছিলেন। তবে, তলব এরিয়ে গেছে এই দুই কেন্দ্রীয় সংস্থা। সিবিআই ও ইডির পক্ষ থেকেই জানিয়ে দেয়া হয়েছে যে, তাদের আধিকারিকেরা হাজিরা দেবেন না বিধানসভার স্পিকারের কাছে। কিন্তু এখানেই শেষ নয়। আরও বড় পদক্ষেপ নিলো এবার সিবিআই ও ইডি স্পিকারের বিরুদ্ধে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - সিবিআই ও ইডির পক্ষ থেকে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে মেইল করে জানানো হয়েছে যে, সমস্ত নিয়ম মেনে নারদ মামলার তদন্ত করা হয়েছে। তাঁরা কখনোই বিধানসভার স্পিকারের সামনে হাজিরা দেবেন না। এরপরই বিধানসভার স্পিকারের নোটিশকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হলো সিবিআই। জানা যাচ্ছে, ইডিও আদালতের দ্বারস্থ হতে চলেছে। স্পিকারকে চিঠি দিয়ে সিবিআই ও ইডি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, এভাবে তলবের এক্তিয়ার স্পিকারের নেই। ইতিপূর্বেও স্পিকারের তলবে অনুপস্থিত ছিলেন দুই সংস্থার আধিকারিকেরা। আপনার মতামত জানান -