এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পুরভোটে দুর্দান্ত জয় ববির! মেয়র হবার পথে কতটা এগিয়ে রইলেন?

পুরভোটে দুর্দান্ত জয় ববির! মেয়র হবার পথে কতটা এগিয়ে রইলেন?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কলকাতা পুরভোটে 82 নম্বর ওয়ার্ডের দিকে প্রথম থেকে কড়া নজর ছিল ওয়াকিবহাল মহলের। তার কারণ এই 82 নম্বর ওয়ার্ড হল আসলে কলকাতার বিদায়ী মেয়র ফিরহাদ হাকিমের। প্রত্যাশামতোই এই ওয়ার্ড থেকে বিশাল জয় পেলেন ফিরহাদ ববি হাকিম। জয়ের পর ফিরহাদ হাকিম তাঁর জয় উৎসর্গ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। কার্যত তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর উন্নয়নের ওপর ভরসা রেখে মানুষ তাঁকে জয় দিয়েছে। প্রথম থেকে অবশ্য কলকাতার পুরভোটে ফিরহাদ হাকিম প্রার্থী হবেন কিনা তা নিয়ে কিন্তু ব্যাপক জল্পনা চলেছে। কারণ এক ব্যক্তি একপদ নীতি চালু করেছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব এবছর থেকে।

আর সেই অনুযায়ী আদৌ ফিরহাদ হাকিম পুরভোটে প্রার্থী হতে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা যায়। কিন্তু শেষ মুহূর্তে তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে 6 বিধায়ক এবং এক সাংসদকে মনোনয়ন দেওয়া হয়। শুধু 82 নম্বর ওয়ার্ডই নয়, বন্দর বিধানসভায় এলাকার সাতটি ওয়ার্ডে তৃণমূল জয় পেয়েছে ফিরহাদ হাকিমের নেতৃত্বে। বিধানসভা নির্বাচনে 68 হাজার 554 ভয় পেয়েছিলেন ববি হাকিম। বন্দরের অন্যান্য ওয়ার্ড তৃণমূল দখল করলেও 75 নম্বর ওয়ার্ডটি এতদিন তৃণমূলের অধরা ছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু এবার সাতে সাত পেয়ে তৃণমূল শাপমুক্ত হলো বলে মনে করা হচ্ছে। কলকাতা পুরসভার মেয়র হলেও গত পুরভোটে কিন্তু ফিরহাদ হাকিম প্রার্থী হতে পারেননি। কারণ তখন তিনি বিধায়ক এবং মন্ত্রী ছিলেন। 2018 সালের নভেম্বরে শোভন চট্টোপাধ্যায় মেয়র পদ ছেড়ে দেন এবং তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার দায়িত্ব দেন ফিরহাদ হাকিমের ওপর। ফিরহাদ হাকিম মেয়রের দায়িত্ব নেওয়ার পর কলকাতা পুরসভা আইনেও বদল আনে শাসকদল তৃণমূল।

নতুন নিয়মে কার্যত মেয়র হওয়ার ছয় মাসের মধ্যে কলকাতার যেকোনো ওয়ার্ড থেকে জিতে আসা যাবে। আর সেই অনুযায়ী 82 নম্বর ওয়ার্ড থেকে জিতে এসেছিলেন ফিরহাদ হাকিম। সাত সাতটি ওয়ার্ডে জয়ের পর ফিরহাদ হাকিমের মেয়র হওয়া এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে এ ব্যাপারে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। আপাতত পরিস্থিতির ওপর নজর থাকছে ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!