এখন পড়ছেন
হোম > জাতীয় > নির্বাচন এলে কি দাম কমে পেট্রোল-ডিজেলের? কর্নাটকের পর আবারো উঠছে একই প্রশ্ন

নির্বাচন এলে কি দাম কমে পেট্রোল-ডিজেলের? কর্নাটকের পর আবারো উঠছে একই প্রশ্ন

ঊর্ধ্বমুখী পেট্রোপণ্যের দামে আমজনতা নাজেহাল অবস্থা এবার কিছুটা হলেও কমলো। এদিন আবারো কমলো জ্বালানির দাম।এই নিয়ে পরপর ছদিন দাম কমলো জ্বালানি তেলের। মঙ্গলবার সকালে প্রকাশিত দাম অনুসারে পেট্রোলের দাম লিটার পিছু দশ পয়সা ডিজেলের দাম লিটার পিছু সাত থেকে আট পয়সা কমেছে। যার দরুন কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছে আমজনতা।

এদিন সকালে রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি১০ পয়সা কমে দাঁড়ায় ৮১ টাকা ৪৪ পয়সা তে। অন্যদিকে ডিজেলের দাম লিটার প্রতি ৭ পয়সা কমে দাঁড়ায়৭৪ টাকা ৮৫ পয়সা তে। সোমবার রাজধানীতে এই দুই জ্বালানীর দাম ছিল যথাক্রমে ৮১ টাকা ৪৪ পয়সাও চুয়াত্তর টাকা ৭৪ পয়সা ।

এদিন মুম্বাইতে ও কমে পেট্রোল-ডিজেলের দাম। দেশের বাণিজ্যিক রাজধানীতে এদিন পেট্রোলের দাম কমে লিটার প্রতি ১০ পয়সা। পেট্রলে মূলের হ্রাস দিল্লির সঙ্গে একই অঙ্কে হলেও, আরব সাগরের তীরে ডিজেলের মূল্যের হাসি পরিমাণ ছিল একটু বেশি। মুম্বাইতে ডিজেলের দাম কমে লিটার প্রতি আট পয়সা। বর্তমানে বাণিজ্যিক নগরীতে পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ৮৬ টাকা ৮১ পয়সা ও ৭৮ টাকা ৪৬ পয়সা যেখানে সোমবারে দাম ছিল ৮৬ টাকা ৯১ পয়সা ও ৭৮ টাকা ৫৪ পয়সা।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো  করুন এই লিঙ্কেখবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক

ভোটের মুখে এভাবে পেট্রোপণ্যের দাম কমা সবটাই কি ভোট ব্যাংকের জন্য প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।এর আগেও কর্নাটকে বিধানসভা নির্বাচনের আগে দেখা গেছে সেখানে পেট্রোপণ্যের দাম যথেষ্ট পড়েছে এবং দীর্ঘদিন ধরে সেখানে সেই দামের কোনো পরিবর্তন হয়নি। কিন্তু ভোট পার হতে না হতেই আবার ঊর্ধ্বমুখী হয় পেট্রোপণ্যের দাম। কি বার ছিল সভা নির্বাচনের আগেই সেই একই চাল দিতে চাইছে কেন্দ্র সরকার? প্রশ্ন উঠছে সংশ্লিষ্ট মহলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!