এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ব্রাত্যর মন্ত্রীপদ গেল বলে! রাজ্যপালের পদক্ষেপে মহা চিন্তায় মমতা!

ব্রাত্যর মন্ত্রীপদ গেল বলে! রাজ্যপালের পদক্ষেপে মহা চিন্তায় মমতা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-উপাচার্য নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে মাঝেমধ্যেই রাজ্যের শিক্ষা মন্ত্রীর সঙ্গে রাজ্যপালের মতানৈক্য তৈরি হয়েছে। আর এবার নির্বাচনের মধ্যে একেবারে শিক্ষামন্ত্রী পদ থেকে ব্রাত্য বসুকে সরিয়ে দেওয়ার জন্য সুপারিশ করে বসলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল। যা বর্তমান সময়ে কার্যত নজিরবিহীন বলেই মনে করা হচ্ছে। একেবারে নির্বাচন কমিশনের কাছে এই সুপারিশ করেছেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস।

জানা গিয়েছে, নির্বাচনী আচরণ বিধি লাগু হওয়ার পরেও তা ভঙ্গ করেছেন পশ্চিমবঙ্গের শিক্ষা মন্ত্রী। যেখানে তৃণমূল পন্থী অধ্যাপক সংগঠন ওয়েবকুপার একটি রাজনৈতিক সভা হয়েছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। আর সেই বিষয় নিয়েই প্রশ্ন তুলে এবার রাজ্যের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তাকে তার মন্ত্রীপদ থেকেই সরিয়ে দেওয়ার সুপারিশ করেছেন রাজ্যপাল। স্বাভাবিকভাবেই গোটা ঘটনাকে স্বাগত জানাচ্ছে বিরোধীরা। কিন্তু সাংবিধানিক প্রধান হিসেবে এই ক্ষমতা প্রয়োগ করতে পারেন রাজ্যপাল।

তবে হয়ত নির্বাচনের সময় নির্বাচন কমিশন সব বিষয় দেখছে। আর সেই কারণেই তিনি রাজ্যের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে কমিশনের কাছেই এই ধরনের সুপারিশ করেছেন। যার ফলে নির্বাচনের মধ্যে রাজ্যপালের এই ধরনের পদক্ষেপে মহা চিন্তায় পড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!