এখন পড়ছেন
হোম > রাজ্য > গোষ্ঠীদ্বন্দ্বের জল্পনা বাড়িয়ে আসনসংখ্যার থেকে বেশি মনোনয়ন তৃণমূল প্রার্থীদের

গোষ্ঠীদ্বন্দ্বের জল্পনা বাড়িয়ে আসনসংখ্যার থেকে বেশি মনোনয়ন তৃণমূল প্রার্থীদের

নির্ধারিত আসন সংখ্যার থেকে এবার বেশি মনোনয়নপত্র পেশ করলো খোদ শাসকদলের সদস্যরা। যদিও এর আগে এমন ঘটনা পূর্ব মেদিনীপুরে ও ঘটেছে। হাওড়া সদর জেলা পরিষদের মোট ১৫টি আসন। কিন্তু মনোনয়নপত্র পেশ হয়েছে ২০টি। প্রসঙ্গত উল্লেখ্য সোমবার মনোনয়নপত্র পেশ করার শেষ দিনে হাওড়া সদর জেলা পরিষদের মোট ১৫টি আসনের মধ্যে আরোও ৫ টি তে মনোনয়নপত্র পেশ করেছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এই আসনগুলি হল ৩,৯,১১,৫ ও ৩৮। এদিন হাওড়া সদরের জেলা পরিষদের আরও ৩টি আসন যথাক্রমে ৪,৯ ও ৪০ এগুলিতে মনোনয়নপত্র পেশ করলো বিজেপি। এছাড়াও কংগ্রেস ৭ টি আসনে, সিপিএম ও ফরওয়ার্ড ব্লক ১টি করে এবং নির্দল ২টি আসনে মনোনয়নপত্র পত্র পেশ করেছে। জেলা প্রশাসন সূত্রে পাওয়া তথ্য অনুসারে হাওড়া সদরে মোট ৫টি ব্লকে জেলা পরিষদের ১৫টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা হবে। এই ১৫ টি আসনেই শাসক দল এবং বিরোধী দল উভয়েরই মনোনয়নপত্র পেশ হয়েছে কাজেই বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়লাভের সম্ভবনা থাকছেনা কারোরই তা সে শাসক দল হোক বা বিরোধী দল। এমনকী প্রশাসন সূত্রের খবর জেলা পরিষদের এই ১৫টি আসনে একই দলের একাধিক প্রার্থী মনোনয়নপত্র পেশ করেছেন। অন্যদিকে সোমবার হাওড়ার নিউ কালেক্টরেট ভবনে হাওড়া সদর মহকুমার ডোমজুড়, পাঁচলা, জগত্‍বল্লভপুর, বালি-জগাছা ও সাঁকরাইল ব্লকের গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির মনোনয়নপত্র জমা নেওয়া হয়। এদিন মনোনয়ন পত্র জমা নেওয়ার শেষদিনে জনমানসে উত্তেজনা থাকলেও সন্ধে অবধি কোনো হিংসার ঘটনার কথা জানা যায়নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!