এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > প্রচার শেষে ফের “জয় শ্রীরাম” স্লোগানের মুখে মমতা, বিজেপির উদ্দেশ্যে দিলেন বার্তা!

প্রচার শেষে ফের “জয় শ্রীরাম” স্লোগানের মুখে মমতা, বিজেপির উদ্দেশ্যে দিলেন বার্তা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রচারের শেষ দিনে সকালে একবার বিজেপি নেতা কর্মীদের “জয় শ্রীরাম” স্লোগানের মুখে পড়েছিলেন তিনি। কিন্তু সেই সময় সেই ঘটনাকে পাত্তা না দিয়ে সভাস্থলের উদ্দেশ্যে রওনা দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়। কিন্তু বিকেলে নন্দীগ্রামে প্রচার শেষ হতে না হতেই ফের বিজেপির “জয় শ্রীরাম” স্লোগানের মুখে পড়লেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার পরিপ্রেক্ষিতে স্লোগান দেওয়া ব্যক্তিদের কার্যত “বহিরাগত” বলে কটাক্ষ করলেন তৃণমূল নেত্রী। স্বাভাবিক ভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজ্য রাজনীতি।

প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার প্রচারে শেষ দিন নন্দীগ্রামের রাস্তা দিয়ে মমতা বন্দোপাধ্যায়ের কনভয় যাচ্ছিল। আর তখনই গেরুয়া টুপি এবং ফেট্টি বাধা কয়েকজন বিজেপি কর্মী জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেনৃ। মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির পেছনে দৌড়াতে দেখা যায় তাদের। আর এর পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা তা কোনোমতে সামাল দেন। পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় টেঙ্গুয়া মোড় দিয়ে গেলে আরও একবার জয় শ্রীরাম দিতে দেখা যায় বিজেপির একাংশকে।

শুধু তাই নয়, বলরামপুরে দলীয় কর্মীর বাড়ি থেকে বেরোনোর পথেও জয় শ্রীরাম স্লোগান ওঠে। পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায় টেঙ্গুয়া থেকে ফেরার সময় তার গাড়ি ঘিরে ধরে আবার সেই জয় শ্রীরাম স্লোগান দেন বিজেপি নেতা কর্মীরা। আর এরপরই রীতিমত সেই স্লোগান দেওয়া ব্যক্তিদের “বহিরাগত” বলে কটাক্ষ করেন তিনি। নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী বলেন, “ক্যাম্পেইন শেষ। এবার আউটসাইডাররা চলে যাক। আমি ইনসাইডার। আমি এখানেই থাকব।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলে শেষ মুহূর্তে স্লোগান দেওয়া ব্যক্তিদের কার্যত “বহিরাগত” বলে আক্রমণ করলেন। তিনি নিজের মন্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন, বহিরাগতদের এনে অশান্তি পাকানোর চেষ্টা হচ্ছে। ইতিমধ্যেই প্রচার পর্বে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ তুলে সরব হয়েছেন। আর এবার প্রচারে শেষ দিনে তাকে বারবার যখন “জয় শ্রীরাম” স্লোগান দিয়ে চাপে ফেলা হয়েছে, তখন শেষ মুহূর্তে এই ব্যাপারে মুখ খুলতে দেখা গেল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

বলা বাহুল্য, এর আগে লোকসভা নির্বাচনের সময়ে এই ঘটনা ঘটতে দেখা গিয়েছিল। পরবর্তীতে নেতাজীর জন্মজয়ন্তীর দিন মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রাখতে উঠেছিলেন, তখন একাংশ “জয় শ্রীরাম” স্লোগান দিতে থাকেন। আর এই পরিস্থিতিতে প্রচারের শেষ দিনে নন্দীগ্রামেও সেই স্লোগানের মুখে পড়তে হল তৃণমূল নেত্রীকে। যার পরিপ্রেক্ষিতে শেষ মুহূর্তে মুখ খুলে “বহিরাগত” তত্বকে সামনে আনলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!