এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী – বাকিদের পিছনে ফেলে অনেকটাই কি এগিয়ে গেলেন স্বপন দাসগুপ্ত?

বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী – বাকিদের পিছনে ফেলে অনেকটাই কি এগিয়ে গেলেন স্বপন দাসগুপ্ত?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচন। বিজেপির কাছে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা দুবার রাজ্যের ক্ষমতায় থাকা তৃণমূলকে সরিয়ে এবার তারা প্রথমবারের জন্য মহাকরণ দখল করতে চাইছে। সেই কারণে তৃণমূলের বিরুদ্ধে নানা দুর্নীতি থেকে শুরু করে অপশাসন, বিভিন্ন ঘটনার কথা তুলে ধরে বিজেপি রাজ্যজুড়ে আন্দোলনে নামছে।

তবে বিজেপিকে সাংগঠনিক এবং শৃঙ্খলা পরায়ন দল হিসেবে ধরা হলেও এবং মানুষের মনে বিজেপি দাগ কাটার চেষ্টা করলেও, একটা দিক থেকে এখনও কিছুটা পিছিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি। তৃনমূলে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ কথা, একথা প্রায় প্রত্যেকেই জানেন। 2021 এ যদি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে, তাহলে আবার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কিন্তু বিজেপি যদি 2021 এ ক্ষমতায় আসে, তাহলে তাদের মুখ কে হবে, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনার শেষ নেই। বিজেপির তরফে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে কথাই বলা হোক না কেন, এটা অন্তত পরিষ্কার যে, এখনও পর্যন্ত বিজেপি সেভাবে তাদের মুখ ঘোষণা না করায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প তারা খুঁজে পায়নি। যার ফলে 2021 এ বিজেপির মুখ্যমন্ত্রী মুখ নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। ইতিমধ্যেই নানা নাম নিয়ে চর্চা শুরু হয়েছে গেরুয়া শিবিরের অন্দরমহলে। যার মধ্যে রয়েছেন দিলীপ ঘোষ, বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়, তৃণমূলের হেভিওয়েট মন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপি রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তের নাম।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এক্ষেত্রে অবশ্য বিজেপির তরফ থেকে যদি কাউকে মুখ্যমন্ত্রী মুখ করা হয়, তাহলে সব থেকে আগে রয়েছেন বিজেপি রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত। কিন্তু স্বপনবাবুর এগিয়ে থাকার কারণ কি? জানা গেছে, বাংলার অন্যতম বিশিষ্ট মুখ হিসেবে পরিচিত এই স্বপন দাশগুপ্ত। উচ্চশিক্ষিত, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হিসেবেই তিনি পরিচিত। সেদিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই দিতে হলে এই স্বপন দাশগুপ্তকে যদি বিজেপি মুখ করে, তাহলে তৃণমূল অত্যন্ত চাপে পড়বে বলেই মনে করছে একাংশ। পাশাপাশি সাধারণ মানুষের কাছেও স্বপন দাশগুপ্তের অত্যন্ত গ্রহণযোগ্যতা রয়েছে। তাই তাকে মুখ করলে বিজেপি 2021 এ অনেকটাই সাফল্য পাবে বলে দাবি করা হচ্ছে। শুধু তাই নয়, স্বপনবাবুর ইউএসপি তিনি সঙ্ঘ ঘনিষ্ঠ নেতা হিসেবে পরিচিত।

তাই যেহেতু বিজেপি অনেকটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ওপর নির্ভরশীল, ফলে তাকে সেদিক থেকেও প্রাধান্য দেওয়া হতে পারে। অন্যদিকে বাংলার সমস্ত গোপন রিপোর্ট এই স্বপন দাশগুপ্তের কাছ থেকেই নেন বিজেপির শীর্ষ নেতৃত্ব বলে খবর। সেদিক থেকে স্বপনবাবু বিজেপির নরেন্দ্র মোদী এবং অমিত শাহের অত্যন্ত ঘনিষ্ঠ। তাই তার কাঁধের ওপর ভর করেই বিজেপি 2021 এর বৈতরণী পার করতে চাইছে। আর সবথেকে বড় বিষয়, বিজেপির সাধারণ নেতাকর্মীরা এবারের নির্বাচনী বৈতরণী পার করতে চাইছে। আর বিজেপির অন্দরে বর্তমানে স্বচ্ছ এবং লড়াই দেওয়ার মত মুখের জায়গায় রয়েছেন স্বপন দাশগুপ্ত। তাই রাজনৈতিক এবং বিশিষ্ট মুখ স্বপন দাশগুপ্তকে যদি ময়দানে নামানো হয়, তাহলে বিজেপির নেতা কর্মীরাও এক কথায় আত্মবিশ্বাসী যে, তারা এবার পরিবর্তন আনতে অনেকটাই সক্ষম হবেন।

বিশেষজ্ঞরা বলছেন, এই স্বপন দাশগুপ্ত বুদ্ধিজীবী সম্প্রদায়ের মানুষ। বাংলার মানুষ যেহেতু স্বচ্ছ ভাবমূর্তির লোকেদের পছন্দ করেন, সেহেতু স্বপনবাবুকে দায়িত্ব দেওয়া হলে তিনি মানুষের মনে জায়গা করে নিতে অনেকটাই সক্ষম হবেন। পাশাপাশি বাংলার সাধারণ মানুষ থেকে শুরু করে বিজেপির নেতা কর্মীরা বিজেপি রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তর মুখ দেখে অনেকটাই খুশি হবেন। সেদিক থেকে দুই তরফেই লাভ হবে ভারতীয় জনতা পার্টি। তাই এই সবকিছুর ওপর ভিত্তি করে মনে করা হচ্ছে যে, বিজেপির 2021 এর মুখ্যমন্ত্রী মুখ নিয়ে নানা জল্পনা চললেও, সেদিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন মোদি-শাহের ঘনিষ্ঠ স্বপন দাশগুপ্ত। তবে শেষ পর্যন্ত বিজেপি এই ব্যাপারে কি সিদ্ধান্ত নেয়, 2021 এ তাদের মুখ্যমন্ত্রী মুখ কে হয়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!