এখন পড়ছেন
হোম > জাতীয় > বিরোধীদের হাতেই এখন ‘রাম-অস্ত্র’, উপনির্বাচন নিয়ে ক্রমশ ঘুম উড়ছে মোদী শিবিরের

বিরোধীদের হাতেই এখন ‘রাম-অস্ত্র’, উপনির্বাচন নিয়ে ক্রমশ ঘুম উড়ছে মোদী শিবিরের


উত্তরপ্রদেশের ফুলপুর, গোরক্ষপুরে হারের পর আরো তিনটি উপ-নির্বাচনে হারলে লোকসভায় সংখ্যা গরিষ্ঠতা হারাবে বিজেপি। আর তাই কাইনারা ভোটের আগে গুঁটি সাজাতে বিগত পাঁচ বছরের কাইনারা, মুজফ্ফরনগর ও শামলিতে গোষ্ঠী সংঘর্ষের ১৩১ টি মামলা প্রত্যাহার করলেন যোগী আদিত্যনাথ। কিন্তু যোগী কেবলমাত্র আক্রমণকারীদেরই বাঁচাচ্ছেন বলে দাবি বিরোধী পক্ষের। এদিকে বিজেপির বিরুদ্ধে রাহুল গান্ধী, অখিলেশ ও মায়াবতী ওরফে ‘রাম’ জোট তৈরী হয়েছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

জানা গেছে রাহুল ও শরদ পাওয়ার হাত মেলাতে পারেন পালঘর ও ভান্ডারা- গোন্ডিয়া কেন্দ্রে। বিজেপি ছেড়েছে শিবসেনা। বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন ভান্ডারা- গোন্ডিয়া সাংসদ নানা পাটোলে ফেরর।সব মিলিয়ে স্পিকার ও মনোনীতদের বাদ দিয়ে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ২৭২ জন সাংসদই রয়েছেন বিজেপির ঝুলিতে। বাকি আছে আরো ৫ টি উপ-নির্বাচন .এর মধ্যে ২ টি শরিকদের ও ৩ টি বিজেপির। এই তিনটি উপ- নির্বাচনে হারলে নৈতিক কতৃত্ব হারাতে হবে মোদিকে যা ‘অবশ্যম্ভাবি’ বলে মোলে করেছে এনডিএ দল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!