পর পর তৃণমূল নেতা খুন ও বাড়িতে হামলার ঘটনায় আতঙ্ক নাদিয়ায় রাজ্য February 19, 2018 নাদিয়ায় তৃণমূল কংগ্রেসের নেতার বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠলো। জানা গেছে নদিয়ার দেবগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুবীর ধর নামে ওই তৃণমূল নেতার বাড়িতে গতকাল গভীর রাতে মুখে কালো কাপড় বেঁধে কয়েকজন দুষ্কৃতী হামলা চালায়।পাশাপাশি তারা বাড়ি লক্ষ্য করে গুলি ও বোমা ছোঁড়ে।বোমার আওয়াজে লোকজন জেগে যায় আর দুষ্কৃতীরা পালায়। খবর পেয়ে পুলিশ আসে ঘটনাস্থলে। এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।পুলিশ বিষয়টির তদন্ত করছে। প্রসঙ্গত এর আগেও দুষ্কৃতীদের হাতে খুন হন দেবগ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান অরুণ সিকদার। তাছাড়া পঞ্চায়েত সমিতির সদস্য প্রমথ সিকদারও খুন হয়েছেন। তাই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। আপনার মতামত জানান -