এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ২৬ হাজারের মধ্যে কতজনের বৈধ চাকরি? অবশেসে সুপ্রিম কোর্টে জানিয়ে দিল এসএসসি!

২৬ হাজারের মধ্যে কতজনের বৈধ চাকরি? অবশেসে সুপ্রিম কোর্টে জানিয়ে দিল এসএসসি!


 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-শিক্ষা নিয়োগে যে ব্যাপক দুর্নীতি হয়েছে, তাকে অবশেষে স্বীকার করে নিল এসএসসি। আজ সুপ্রিম কোর্টে ২৬ হাজার চাকরি বাতিলের পরিপ্রেক্ষিতে শুনানি ছিল। আর সেই শুনানি পর্বেই এসএসসির পক্ষ থেকে যে কথা বলা হলো, তা শুনে অনেকেই চমকে উঠবেন। যে ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছিল, তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে এসএসসির পক্ষ থেকে বড় তথ্য পেশ করা হয়।

সূত্রের খবর, আজ সুপ্রিম কোর্টে এই ব্যাপারে শুনানি পর্বে বড় তথ্য পেশ করে এসএসসি। তাদের পক্ষ থেকে জানানো হয়, 19 হাজার চাকরি প্রাপকরা যোগ্য। আর এখানেই প্রশ্ন যে, তাহলে বাকি চাকরি প্রাপকদের ভবিষ্যৎ কি? তারা তাহলে অযোগ্য, সেটা কি বুঝিয়ে দিলে এসএসসি! কিন্তু তাদের এইভাবে অযোগ্য থাকা সত্ত্বেও কে বা কারা চাকরি দিল, সেই প্রশ্নও কিন্তু উঠতে শুরু করেছে। স্বাভাবিকভাবেই এসএসসি এই প্রথম কতজন যোগ্য, তা সুপ্রিম কোর্টে স্বীকার করলো। যার ফলে স্পষ্ট হয়ে গেল যে, নিয়োগে একটা বড় মাপের দুর্নীতি ছিল। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!