এখন পড়ছেন
হোম > রাজনীতি > কবে হবে ছাত্র সংসদ নির্বাচন! কি জানালেন শিক্ষামন্ত্রী? জেনে নিন!

কবে হবে ছাত্র সংসদ নির্বাচন! কি জানালেন শিক্ষামন্ত্রী? জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- দীর্ঘদিন ধরেই রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। যাকে কেন্দ্র করে বিভিন্ন সময় বিরোধী ছাত্র সংগঠনগুলির পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে। আর এবার গোটা বিষয়ে প্রতিক্রিয়া দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। যেখানে পঞ্চায়েত নির্বাচনের পরেই ছাত্রভোট নিয়ে চিন্তাভাবনা করা হবে বলে জানিয়ে দিলেন তিনি।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যের এই হেভিওয়েট মন্ত্রী বলেন, “এখন রাজ্য সরকারের কাছে সবথেকে বড় টার্গেট পঞ্চায়েত নির্বাচন. পঞ্চায়েত নির্বাচনের পরেই ছাত্র নির্বাচন নিয়ে ভাবনা চিন্তা করা হবে। প্রত্যেকটি জোন ভাগ ভাগ করে নির্বাচন করা হবে।” অর্থাৎ রাজ্য সরকার যে ছাত্র নির্বাচন নিয়ে যথেষ্ট সদর্থক ভাবনা গ্রহণ করেছে, তা বুঝিয়ে দিলেন শিক্ষামন্ত্রী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!