এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > কোচবিহারের সভা থেকে বিরাট সংকল্প মোদীর, আরও ব্যাকফুটে পড়ে গেলেন মমতা!

কোচবিহারের সভা থেকে বিরাট সংকল্প মোদীর, আরও ব্যাকফুটে পড়ে গেলেন মমতা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হওয়ার পরেই প্রথম পশ্চিমবঙ্গের মাটিতে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোচবিহার দিয়ে তিনি তার বাংলা নির্বাচনী প্রচার শুরু করতে চলেছেন। বাংলায় আসার আগে বুথ কর্মীদের সঙ্গে অডিও-বার্তায় কথা বলেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি কোচবিহারে মাটিতে পা রাখার আগে তিনি বাংলাতে বার্তাও দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। আর এবার সেই কোচবিহারের সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বড় সংকল্পের কথা মানুষের সামনে তুলে ধরলেন। যার ফলে যতই বড় বড় ভাষণ দিন না কেন মমতা বন্দ্যোপাধ্যায়, মোদীর এই বক্তব্যে বিশ্বাস করবে সাধারণ মানুষ এবং ভোটবাক্সে তৃণমূল প্রবল চাপে পড়বে বলেই মনে করছেন একাংশ।

প্রসঙ্গত, এদিন কোচবিহারের সভায় বিজেপি প্রার্থীর সমর্থনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানেই তিনি বলেন, “মানুষের স্বপ্ন পূরণ করাই মোদীর সংকল্প।” বিজেপির বক্তব্য, প্রধানমন্ত্রী খুব ভালো করেই বাংলার মানুষের মন বুঝতে পেরেছেন। বাংলায় যে চুরি হচ্ছে, যে দুর্নীতি হচ্ছে, তার বিরুদ্ধে বাংলার মানুষ চাইছেন যে, আসল চোরেরা জেলে যাক। হয়ত সেই সংকল্পের কথা বলে আগামী দিনে দুর্নীতির বিরুদ্ধে লড়াই যে আরও তীব্র হবে, সেই বার্তাই দিতে চাইলেন প্রধানমন্ত্রী।

পাশাপাশি নিজের স্বার্থসিদ্ধি নয়, বরঞ্চ দেশের উন্নতিই যে তার কাছে প্রধান লক্ষ্য, সেই কথাও কোচবিহারের মানুষের মনে প্রবেশ করানোর চেষ্টা করলেন মোদী। স্বাভাবিকভাবেই মানুষ ১২ বছরের বেশি সময় ধরে তৃণমূলকে দেখেছে। তাদের আমলে মানুষ বিরক্ত। তাই এখন মোদির এই বক্তব্য উত্তরবঙ্গের মানুষের কাছে যেমন বিশ্বাস তৈরি করবে, ঠিক তেমনই ভারতীয় জনতা পার্টির ভোটব্যাঙ্ক বৃদ্ধি করবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!