এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “ইয়াস” দুর্যোগ নিয়ে চমকে দেওয়া তথ্য দিলেন মমতা, জেনে নিন

“ইয়াস” দুর্যোগ নিয়ে চমকে দেওয়া তথ্য দিলেন মমতা, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  একদিকে করোনা পরিস্থিতি, আর তার মধ্যেই রাজ্যে আছড়ে পড়েছিল ইয়াস নামক ভয়াবহ দুর্যোগ। যেখানে একের পর এক যেমন ভাঙতে শুরু করেছিল, ঠিক তেমনই রাস্তাঘাটে দুরাবস্থা তৈরি হয়েছিল। মেদিনীপুর, দুই 24 পরগনা সহ উপকূলবর্তী জেলাগুলোর বিস্তীর্ণ ক্ষতি হয়েছে। ইতিমধ্যেই সেই সমস্ত জায়গা আকাশপথে পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও বিভিন্ন ক্ষয়ক্ষতি হওয়া জেলাগুলোতে গিয়ে প্রশাসনিক বৈঠক করতে দেখা গেছে তাকে।

তথ্য সংগ্রহ করেছেন তিনি। আর এই পরিস্থিতিতে “ইয়াস” নামক ভয়াবহ দুর্যোগ রাজ্যের কত ক্ষতি হয়েছে, সেই তথ্য সংবাদমাধ্যমের সামনে পেশ করতে দেখা গেল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কুড়ি হাজার কোটি টাকা বলে জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। স্বাভাবিক ভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তথ্যকে কেন্দ্র করে নানা মহলে শোরগোল তৈরি হয়েছে। প্রশ্ন তুলে দিয়েছে বিরোধীদের একাংশ।

প্রসঙ্গত উল্লেখ্য, দুর্যোগের পরই রাজ্য পরিদর্শনে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে কলাইকুন্ডাতে একটি বৈঠক করেছিলেন তিনি। আর তার মাঝেই সেই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে রাজ্যে কত ক্ষয়ক্ষতি হয়েছে, তার একটি রিপোর্ট তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যায়, প্রায় কুড়ি কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রধানমন্ত্রীকে একটি রিপোর্ট জমা দেন বাংলার মুখ্যমন্ত্রী।‌ তবে প্রথম থেকেই বিরোধীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাজ্যে ভয়াবহ দুর্যোগে যতটা ক্ষতির পরিমাণ দেখানো হচ্ছে, ঠিক ততটা ক্ষতি হয়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে এবার এই ব্যাপারে সাংবাদিক বৈঠক করে রাজ্যে কত ক্ষয়ক্ষতি হয়েছে তা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আজ এই ব্যাপারে নবান্নে একটি সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। যেখানে তিনি বলেন, “ইয়াসে কুড়ি হাজার কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। দু লক্ষ মানুষ সাইক্লোন সেন্টারে রয়েছেন। 2.21 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। 229 টি বাঁধ মেরামতির কাজ চলছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ ক্যাম্প তৈরি করা হয়েছে। মৎস্যজীবীদের জন্য ক্ষতিপূরণ দিতে হবে। আরও 500 টি ত্রাণশিবির বাড়াতে হবে। দুই 24 পরগনায় ম্যানগ্রোভ বাড়াতে হবে।”

বিশ্লেষকরা বলছেন, এক বছর আগে আমপান নামক ভয়াবহ বিপর্যয়ের পর ত্রাণ সহ মানুষকে সাহায্য দেওয়া নিয়ে সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলেছিল বিরোধীরা। এক্ষেত্রে কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যকে হাজার কোটি টাকা দিয়ে সাহায্য করা হলেও, তার সদ্ব্যবহার করা হয়নি বলে অভিযোগ করতে দেখা গিয়েছিল ভারতীয় জনতা পার্টিকে। আর এবার এক বছরের মাথাতেই “ইয়াস” নামক দুর্যোগ আছড়ে পড়ার পরেই যাতে মানুষকে সাহায্য দেওয়া নিয়ে কোনো দুর্নীতি না হয়, তার জন্য সচেষ্ট ছিল রাজ্য প্রশাসন।

তবে প্রথম দিন থেকেই প্রধানমন্ত্রীর কাছে তথ্য দেওয়া থেকে শুরু করে দাবি জানানো, ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানাতে শুরু করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়. আর এবার “ইয়াস” নামক দুর্যোগে কত ক্ষতি হয়েছে, সেই তথ্য প্রকাশ্যে আনতে দেখা গেল বাংলার প্রশাসনিক প্রধানকে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পেশ করা এই তথ্যে যে বিরোধীরা খুব একটা সন্তুষ্ট নয় এবং তাদের যে যথেষ্ট সন্দেহ রয়েছে, তা এক প্রকার স্পষ্ট। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!