“বোমা-বন্দুকটাই প্রধান শিল্প” তৃণমূলকে আক্রমণ করে বিস্ফোরক দিলীপ! তৃণমূল বিজেপি রাজনীতি রাজ্য December 2, 2022 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গোটা রাজ্যজুড়ে জেলায় জেলায় বোমা বন্দুকের কারবার শুরু হয়েছে বলে অভিযোগ। বিভিন্ন জায়গায় বোমা বন্দুক উদ্ধার অস্বস্তিতে ফেলছে রাজ্য প্রশাসনকে। আর এই পরিস্থিতিতে গোটা বিষয় নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বোমা বন্দুকটাই পশ্চিমবঙ্গের শিল্প হয়ে গিয়েছে বলে দাবি করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সূত্রের খবর, এদিন এই ব্যাপারে দিলীপ ঘোষকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই বিজেপি নেতা বলেন, “বোমা, বন্দুক উদ্ধার হচ্ছে, এটা কোনো খবর নয়। এটা এখন স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেকদিন পশ্চিমবঙ্গে বোমা, বন্দুক উদ্ধার হতে শুরু করেছে। এই করেই পার্টি চলছে। মানুষের মৃত্যু হলে আর ওনাদের কি!” অর্থাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে সরাসরি পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা নিয়ে রাজ্য সরকারকে চাপের মুখে ফেলে দিলেন দিলীপ ঘোষ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -