একতরফা মনোনয়নেও গোষ্ঠীদ্বন্দ্বের কাঁটা মেনে নিল তৃণমূল শীর্ষ নেতৃত্ত্ব রাজ্য April 14, 2018 আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটে প্রার্থীর তুলনায় যে পরিমান অতিরিক্ত মনোনয়ন পত্র জমা পড়েছে তার জন্য মূলত গোষ্ঠীদ্বন্দ্বের কাঁটা মেনে নিল তৃণমূল শীর্ষ নেতৃত্ত্ব।এদিন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় গোষ্ঠী সংঘর্ষকেই দায়ী করেছেন । এবিষয়ে তিনি জানিয়েছেন, ”দল সাংগঠনিক ভাবে অনেক বড় হলে অনেক ভুল বোঝাবুঝি হয়।” আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে রাজ্য নির্বাচন কমিশন স্ক্রুটিনির পর যে হিসাব দিয়েছে তা থেকে জানা গেছে তৃণমূলের তরফে গ্রাম পঞ্চায়েত স্তরে ৪৮,৬৫০ টি আসনের মধ্যে প্রায় মনোনতন জমা পড়েছে প্রায় ১০ হাজারের বেশি, পঞ্চায়েত স্তরে ৯২১৭ টি আসনের মধ্যে ৪ হাজারের অতিরিক্ত এবং জেলা পরিষদীয় স্তরে ৮২৫ টি আসনের মধ্যে ৯৮২ জন প্রার্থীর মনোনয়োন জমা পড়েছে। মূলত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, কোচবিহার, মালদহ, উত্তর দিনাজপুর ইত্যাদি জেলাগুলিতেই অতিরিক্ত মনোনয়ন জমা পড়েছে বলে জানা গেছে। এর থেকে পরিত্রানের প্রশ্ন উঠলে পার্থবাবু জানান, ”প্রার্থী একজনই থাকবে। কোনও দলাদলি, গোষ্ঠীদ্বন্দ্বকে মাথাচাড়া দিতে দেব না।” তবে এই অতিরিক্ত প্রার্থীদের নিয়ে সমস্যা মিটবে কিনা এ বিষয়ে আতান্তরে রয়েছে রাজ্যের শাসকদল। কারণ হিসাবে বলা যেতে পারে, সমস্যা মেটাতে গেলে একদিকে যেমন ভোট কাটাকাটির সম্ভাবনা থাকছে তেমনই অন্যদিকে অন্তর্দ্বন্দ্ব বৃদ্ধির সম্ভাবনাও প্রবলভাবে রয়েছে বলে মনে করছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। আপনার মতামত জানান -