তিন মুকুল ঘনিষ্ঠকে দলে নিয়ে পাল্টা চমক দিল তৃণমূল কংগ্রেস বিশেষ খবর রাজ্য December 30, 2017 মুকুল রায় তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই রাজ্য রাজনীতিতে একটাই আলোচ্য বিষয় এবার তাঁর দেখানো পথে আর কে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাবেন। আর সেই প্রক্রিয়া সফল করতে গোটা বাংলা জুড়ে একের পর এক কর্মসূচি নিচ্ছে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ত্ব। যদিও এখনো মুকুল রায়ের হাত ধরে সেই অর্থে কোন বড় নেতা-বিধায়ক-সাংসদ বিজেপিতে যোগদান করেননি। কিন্তু বিজেপির দাবি তলায় তলায় বহু যেতে-কর্মীই শাসক শিবির ছেড়ে গেরুয়া শিবিরে যোগদান করছেন। এই পরিস্থিতিতে বড় চমক দিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। রাজ্যের শিক্ষামন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে মুকুল রায় ঘনিষ্ঠ বলে পরিচিত তিন ‘হেভিওয়েটকে’ দলে নিল রাজ্যের শাসকদল। তৃণমূলে যোগ দিলেন একদা মুকুল রায় ঘনিষ্ঠ সুপর্ণ মৈত্র (মুকুলবাবুর ঘনিষ্ঠ এবং বিজেপির দিকে পা বাড়িয়ে রেখেছিলেন বলে রাজনৈতিক গুঞ্জন), কর্নেল দীপ্তাংশু চৌধুরি (ইনিও মুকুলবাবুর ঘনিষ্ঠ, সেনা অফিসার পদে দীর্ঘদিন কাজ করেছেন, বিজেপির আহ্বায়ক ছিলেন, এমনকি বিজেপির হয়ে প্রার্থীও হয়েছেন) ও সোনালি সিংহ রায় (মুকুল রায় কংগ্রেসে থাকার সময় তাঁর রাজনৈতিক গুরু বলা হত মৃণাল সিংহ রায়কে, ইনি তাঁর বোন)। তাঁদের দলে যোগদান করিয়ে পার্থবাবু বলেন, সুপর্ণ মৈত্র সিআইআইএর ডিরেক্টর ছিলের। তাঁর অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে। দীপ্তাংশুবাবুর অভিজ্ঞতাকেও কাজে লাগাবে দল। মৃণাল সিংহ রায়কে ব্যবহার করে কাঁচরাপাড়ার কাঁচরারা উঠে এসেছে, পরে তাঁকে ছুঁড়ে ফেলে দিয়েছে। বিজেপি বাংলায় কোনও ফ্যাক্টর নয়, তাদের বেলুন হাওয়ায় ভরছে, হাওয়া বেরিয়ে গেলেই বোঝা যাবে। আপনার মতামত জানান -