এখন পড়ছেন
হোম > রাজ্য > কয়েকটি জেলায় সাংগঠনিক রদবদল করতেই কি তৃণমূলের বর্ধিত কোর কমিটির সভা বসতে চলেছে

কয়েকটি জেলায় সাংগঠনিক রদবদল করতেই কি তৃণমূলের বর্ধিত কোর কমিটির সভা বসতে চলেছে


আগামী ২১ জুলাই নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সাংগঠিক সভার আহ্বান জানিয়েছেন। পঞ্চায়েত নির্বাচনের পর এই প্রথমবার তিনি দলীয় কর্মীদের নিয়ে বৈঠকে বসবেন। কিছু মন্ত্রীপদের রদবদলের পাশাপাশি সহযোদ্ধার উদ্দেশ্যে থাকবে নেত্রীর একাধিক পরামর্শ। এছাড়া যেসব জায়গায় শাসকদলের ভালো ফল করেছে পঞ্চায়েত নির্বাচনে সেসব এলাকার নেতাদের তিনি কৃতজ্ঞতাও জানাবেন। এমনটাই জানা গেছে রাজনৈতিক সূত্রের খবর থেকে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে দেখা গেলো পুরুলিয়া ছাড়া বাকি মোটামুটি গোটা রাজ্যেই তৃণমূল তাঁর দাপট ধরে রাখতে পেরেছে। বেশ কিছু জায়গায় পঞ্চায়েত ত্রিশঙ্কু অবস্থানে রয়েছে। কিছু জায়গায় আগের থেকে তৃণমূল নেতারা হেরে বসে আছেন। আবার কিছু জায়গায় আগের বারের জয়ী প্রার্থীরা এবারের ভোটের দাঁড়ানোর সুযোগ পাননি গোঁজের কাঁটার জন্য। তাঁদের পরবর্তী কোন কাজে লাগানো যেতে পারে তা নিয়েও নির্দেশ দেবেন নেত্রী। এছাড়া পুরুলিয়ার সাংগঠিক পরিবর্তন করতে চলেছেন তিনি। এর পাশাপাশি নদিয়া,ভাঙর,দক্ষিণ দিনাজপুরেও কিছু রদবদলের সম্ভাবনা রয়েছে। সভাপতি পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। তবে এই কোর কমিটির বৈঠকে উপস্থিত থাকতে পারছেন তৃণমূলের যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখের চিকিৎসা করার জন্য ওসময় তিনি সিঙ্গাপুরে থাকবেন। ২১ জুলাই তারিখে শহিদ দিবসও পালন করবেন নেত্রী। মঞ্চে দাঁড়িয়েই দেবেন তৃণমূলের বিজয় বার্তা। আপাতত জোড়াফুল দলে তীব্র উত্তেজনা রয়েছে নেত্রী আগামী সাংগঠনিক বৈঠক নিয়ে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!