এখন পড়ছেন
হোম > রাজ্য > ঘাসফুল শিবিরের হাতে এ রাজ্যের গেরুয়া শিবির ‘বিক্রি’ হয়ে যাচ্ছে বিস্ফোরক অভিযোগ প্রাক্তন বিজেপি নেতার

ঘাসফুল শিবিরের হাতে এ রাজ্যের গেরুয়া শিবির ‘বিক্রি’ হয়ে যাচ্ছে বিস্ফোরক অভিযোগ প্রাক্তন বিজেপি নেতার


রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তো বটেই কেন্দ্রের বিজেপি সরকারকেও আক্রমনে কসুর করলেন না তিনি। তাঁর মতে তৃণমূল কংগ্রেসের রাজ্যের বিজেপির নেতৃত্ব তৃণমূল কংগ্রেস সরকারের দেওয়া টোপের শিকার হচ্ছে। এরফলে রাজ্য বিজেপি নেতৃত্ব তাদের নিজেস্ব পরিচিতি হারিয়ে ফেলছে। এমন্টাই দাবি করলেন পশ্চিমবঙ্গে শিবসেনার সাধারণ সম্পাদক অশোক সরকার।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তিনি বললেন, ”তৃণমূল কংগ্রেসের হাতে বিক্রি হয়ে যাচ্ছে বিজেপি।” কিন্তু কেনও আর কিসের ভিত্তিতে তিনি এমন মন্তব্য করছেন সেই প্রশ্নের উত্তরে তিনি জানালেন , ”পঞ্চায়েত নির্বাচনের ফলাফল প্রকাশের পরে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপির কর্মী-সমর্থকরা আক্রান্ত হচ্ছেন। মিথ্যা মামলায় তাঁদের ফাঁসানো হচ্ছে। অথচ, দলের তাঁদের পাশে সেভাবে দাঁড়াতে পারছে না রাজ্য বিজেপি। আক্রান্ত অনেকে বিজেপির অফিসে আশ্রয় নিচ্ছেন। কিন্তু, অনেকে আশ্রয় পাচ্ছেন না।” শুধু তাই নয় তাঁর মতে ”যেভাবে দলের কর্মী-সমর্থকরা তৃণমূল কংগ্রেসের হাতে আক্রান্ত হচ্ছেন, তা রুখে দেওয়ার মতো এ রাজ্যে বিজেপির কোনও নেতা নেই।”পশ্চিমবঙ্গের শিবসেনা মুখপাত্রের মতে পঞ্চায়েত নির্বাচনের ফলাফল প্রকাশের পরে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন অংশে বিজেপির কর্মী-সমর্থকরা অত্যন্ত সংকটের মধ্যে রয়েছেন। দলীয় সন্ত্রাসে আহত নেতারা সরকারী হাসপাতালে প্রায় বিনা চিকিৎসায় দিন যাপন করছেন। তিনি দাবি করলেন মিথ্যা মামলায় যাঁদের ফাঁসানো হচ্ছে, তাঁরাও সমস্যায় রয়েছেন। রাজ্য বিজেপির তরফে সেভাবে আর্থিক সহায়তা করা হচ্ছে না। যে কারণে, দলেরই কোনও কোনও অংশের তরফে এই সব কর্মী-সমর্থকদের জন্য অর্থ সংগ্রহ করা হচ্ছে। এই ধরনের পরিস্থিতির মধ্যে, শেষ পর্যন্ত প্রাণে বাঁচতে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে বাধ্য হচ্ছেন বিজেপির কর্মী-সমর্থকরা। যদিও এখনও অবধি রাজ্য শিবসেনা মুখপাত্রের এই এইসব কথা প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি কোনো প্রতিক্রিয়া জানান নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!