এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > উনি আর কন্যা কোথায়, উনি এখন ঠাকুমা মুখ্যমন্ত্রীর ‘অগ্নিকন্যা’ ইমেজ নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের!

উনি আর কন্যা কোথায়, উনি এখন ঠাকুমা মুখ্যমন্ত্রীর ‘অগ্নিকন্যা’ ইমেজ নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আশেপাশের বিরোধী নেত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত অগ্নিকন্যা বলেই সম্বোধন করেন তৃণমূলের নেতাকর্মীরা। তৃণমূলের বিভিন্ন ফ্লেক্স, ফেস্টুন, ব্যানারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির পাশেও উল্লেখ থাকে অগ্নিকন্যা। কিন্তু এবার মুখ্যমন্ত্রীকে অগ্নিকন্যা বলা নিয়েই তাকে কড়া ভাষায় কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যেখানে মুখ্যমন্ত্রী আর কন্যা কোথায়; এখন উনি ঠাকুমা হয়ে গিয়েছেন – এমনটাই দাবি করলেন মেদিনীপুরের বিজেপি সাংসদ‌। স্বাভাবিক ভাবেই দিলীপ ঘোষের এই মন্তব্যকে কেন্দ্র করে এবার ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা রাজ্য জুড়ে।

সূত্রের খবর, এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের অগ্নিকন্যা ইমেজ নিয়ে কড়া ভাষায় আক্রমণ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “উনি এখন কন্যা কোথায়! উনি এখন ঠাকুমা হয়ে গিয়েছেন। এবার ওনার বিদায় নেওয়ার সময় এসেছে। বাংলার মানুষ সেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। 2021 এর অপেক্ষা। তারপরই বাংলায় পরিবর্তনের সরকার প্রতিষ্ঠিত হবে।”

এদিকে হায়দ্রাবাদের রাজনৈতিক দল এআইএমআইএম বাংলায় প্রবেশ নিয়েও সরব হন দিলীপ ঘোষ। তৃণমূলকে মিম ভরসা করছে যে তারা বিজেপিকে মুছে দিতে পারবে। কিন্তু বাংলার মানুষের ভরসা নেই তৃনমূলের ওপর। তারা মমতা বন্দোপাধ্যায়ের সরকার পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে নিয়েছে।  অর্থাৎ এআইএমআইএমের বাড়বাড়ন্ত নিয়ে বিজেপি যে কোনোমতেই চিন্তিত নয়, তা নিজের বক্তব্যের মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছেন দিলীপ ঘোষ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে এদিন বাঁকুড়া সফরে গিয়ে গ্রামের মানুষদের সঙ্গে আলোচনা করে খাটিয়াতে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সেই ব্যাপারেও তৃণমূল নেত্রীকে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। বিজেপির রাজ্য সভাপতি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে বোধহয় কেউ খেতে দেয়নি। অমিত সাহা বাকুড়াতে এসে খাটিয়াতে বসে ছিলেন। তা দেখেই মুখ্যমন্ত্রীও খাটিয়ায় বসলেন। কিছুদিন বাদে তিনি মাটিতে বসবেন।”

অর্থাৎ একথা বলে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন, আগামী 2021 সালে কোনো মতেই তৃণমূলের সরকার রাজ্য ক্ষমতায় আসছে না। তবে যেভাবে এদিন মুখ্যমন্ত্রীকে ঠাকুরমা বলে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি, তাতে এই ইস্যু নিয়ে শোরগোল তৈরি হতে পারে রাজ্য রাজনীতিতে বলে মনে করছেন বিশেষজ্ঞরা সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!