এখন পড়ছেন
হোম > জাতীয় > বাংলায় কি এবার জারি হতে চলেছে রাষ্ট্রপতি শাসন? কৈলাস-দিলীপের পদক্ষেপে তীব্র হচ্ছে জল্পনা

বাংলায় কি এবার জারি হতে চলেছে রাষ্ট্রপতি শাসন? কৈলাস-দিলীপের পদক্ষেপে তীব্র হচ্ছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – লোকসভা নির্বাচনের পর থেকেই বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার জল্পনা তৈরি হয়। যার পরিপ্রেক্ষিতে তৃণমূলের পক্ষ থেকে পাল্টা বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে বলা হয়, রাষ্ট্রপতি শাসন করেই দেখুন না! বাংলার মানুষ জবাব দেবে। বারবার রাষ্ট্রপতি ভবন থেকে শুরু করে রাজ্যপালের দপ্তর বিভিন্ন জায়গায় রাজ্যের আইন শৃঙ্খলা সহ বিভিন্ন ঘটনা নিয়ে উষ্মা প্রকাশ করে বিজেপির তরফ থেকে অভিযোগ জানানো হয়।

যার পরিপ্রেক্ষিতে সাংবিধানিক কর্তাদের নানা মন্তব্য বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে দাবি করে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। সম্প্রতি বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির ব্যাপারে একটি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। আর এবার কৈলাস বিজয়বর্গীয়র পর সেই বিষয় নিয়ে মন্তব্য করে রীতিমত জল্পনা বাড়িয়ে দিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়ে উত্তর দিনাজপুর হেমতাবাদে কৈলাস বিজয়বর্গীয় বলেন, “রাজ্যপাল বা নির্বাচন কমিশন ঠিক করবেন, পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসনে বিধানসভা নির্বাচন হবে কিনা!” আর তারপরেই এদিনেই গোটা বিষয় নিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতির সাথে কথা বলার আশ্বাস দেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

তিনি বলেন, “রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে। দলীয় কর্মীদের হত্যা করা হচ্ছে। কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় তা চলতে পারে না। এই পরিস্থিতিতে সুষ্ঠুভাবে নির্বাচন অসম্ভব। রাষ্ট্রপতি শাসন জারি করে নির্বাচন অথবা কেন্দ্রীয় বাহিনীর অধীনে নির্বাচন করা হোক। বিষয়টি নিয়ে আমি দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে কথা বলব।”

আর কৈলাস বিজয়বর্গীয়র পর এবার বিজেপির রাজ্য সভাপতির বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে এহেন মন্তব্য এখন তীব্র জল্পনা সৃষ্টি করেছে বাংলার রাজনৈতিক মহলে। তাহলে কি সত্যি সত্যিই বাংলার বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই জারি হয়ে যাবে রাষ্ট্রপতি শাসন! এখন তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে নানা মহলে। যদি ঘটনাপ্রবাহ সেই দিকেই এগিয়ে যায়, তাহলে আসছে দিন বাংলার রাজনীতির ক্ষেত্রে চাঞ্চল্যকর পরিস্থিতিতে পৌঁছে যেতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!