এখন পড়ছেন
হোম > জাতীয় > RTGS নিয়ে বড় পদক্ষেপ কেন্দ্রের। জানুন বিস্তারিত

RTGS নিয়ে বড় পদক্ষেপ কেন্দ্রের। জানুন বিস্তারিত


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি করোনা পরিস্থিতির পর মানুষের অনলাইন পেমেন্টের ব্যবহার অনেক বেড়েছে বলেই দেখা গেছে। সেখানে এবার ডিজিটাল পেমেন্ট ব্যবহারে মানুষকে উত্‍সাহিত করতে সরকারের তরফে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে বলেই জানা গেছে। সম্প্রতি আরবিআই গর্ভনর শক্তিকান্ত দাস জানিয়েছেন এবার থেকে RTGS পরিষেবা 24×7 পাওয়া যাবে বলেই জানিয়েছেন তিনি।

সেখানে গ্রাহকরা ১৪ই ডিসেম্বর থেকে এই RTGS পরিষেবা ২৪ ঘণ্টা ব্যবহার করতে পারবেন বলেই জানা গেছে। সেইসঙ্গে রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, “সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে RTGS পরিষেবাতে এবার প্রতিদিন 24×7 মিলবে। ১৪ই ডিসেম্বর ২০২০ মাঝরাত ১২:৩০ থেকে এই পরিষেবা মিলবে।”

প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর ডিসেম্বর মাসে NEFT পরিষেবা 24x7x365 করা হয়েছিল। সেখানে আরবিআই-এর তরফে জানানো হয়েছিল যে, ডিজিটাল পেমেন্ট বৃদ্ধির জন্য ১লা জানুয়ারি থেকে কন্ট্যাক্টলেস পেমেন্টের সীমা ২০০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০০ টাকা করা হয়েছে।

আপনার মতামত জানান -

বস্তুত, RTGS বা Real Time Gross Settlement হল একধরনের পেমেন্ট ব্যবস্থা যা সাধারনত ব্যাবসায়ীরা ব্যবহার করেন। এই ব্যাবস্থার একটি সুবিধা হল এটি যে সময়ে টাকা ট্র্যান্সাফার করা হচ্ছে সেই সময়ে সঙ্গে সঙ্গেই করা সম্ভব হয়।

অর্থাৎ এর জন্য গ্রাহককে কিছুক্ষণের জন্যও অপেক্ষা করতে হয় না। যদিও এই পরিষেবার জন্য প্রত্যেক ব্যাঙ্কের বা ব্রাঞ্চের আলাদা আলাদা স্ট্যান্ডার্ড টাইমিং থাকে বলেও জানা গেছে। তবে সাধারনত তা কাজের দিনের জন্য সকল ৯টা থেকে ৪:৩০ আর সপ্তাহান্তের জন্য সকল ৯টা থেকে দুপুর ২ টো পর্যন্ত হয়।

অন্যদিকে, এই RTGS য়ের ট্রাঞ্জাঙ্কসান লিমিট আর সময়সীমার ক্ষেত্রে জানা যায়, এখানে টাকা লেনদেনের সর্বনিম্ন লিমিট হল ২ লাখ টাকা। যদিও এখানে সর্বোচ্চ কোনো লিমিট থাকে না। আর এই ট্র্যাঞ্জাক্সানের জন্য একটু বেশি মুল্য দিতে হয় বলেও জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেখানে প্রতি ট্রাঞ্জাঙ্কসান পিছু ৩০-৫০ টাকা লাগে বলেও জানা গেছে। সেক্ষেত্রে RTGS পরিষেবা পাওয়ার জন্য গ্রাহককে ব্যাঙ্কের সঙ্গে কথা বলে জানা যায় বলেও জানা গেছে। এছাড়া অনলাইন ব্যাঙ্কিং পোর্টালের মাধ্যমেও সেটা দেখে নেওয়া যায় বলেও জানা যায়।

এক্ষেত্রে RTGS ফান্ড ট্র্যান্সফারের জন্য গ্রাহককে নিজের ব্যাঙ্কিং পোর্টাল থেকে লগ ইন করতে হয় বলে জানা গেছে। এছাড়া সেখানে বেনিফিসারি ও অন্যান্য বিষয়, যেমন নাম, ব্যাঙ্ক ডিটেল অ্যাকাউন্ট টাইপ এই সমস্ত তথ্য দিতে হয়। আর সেই সঙ্গে গ্রাহকের ব্যাংকের IFSC কোড লাগে বলেও জানা যায়।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!