এখন পড়ছেন
হোম > জাতীয় > মে মাসেই করোনা নিয়ে দেশবাসীর জন্য আসতে চলেছে বড়সড় সুখবর? আশার জাগালেন স্বাস্থ্যমন্ত্রী

মে মাসেই করোনা নিয়ে দেশবাসীর জন্য আসতে চলেছে বড়সড় সুখবর? আশার জাগালেন স্বাস্থ্যমন্ত্রী

ভারতে যত দ্রুত করোনা আতঙ্ক এবং প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ছে, ততই বিতর্ক আরও বাড়ছে। করোনা টেস্ট নিয়ে প্রায় সব মহল থেকেই ইতিমধ্যে দাবি করা হয়েছে, দেশে করোনা পরীক্ষা আরো বাড়ানোর। বিশেষ করে হটস্পট এলাকাগুলিতে ব্যক্তি নির্বিশেষে প্রত্যেককে টেস্ট করার পক্ষে মত দিয়েছিলেন বিশেষজ্ঞরা। ভারতের ক্ষেত্রে সমস্যা অবশ্য অন্য জায়গায়। এ দেশে এত বিপুল জনসংখ্যার মধ্যে করোনা পরীক্ষা করতে গেলে যত কীটের প্রয়োজন তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট কম আছে বলে জানা যায়।

এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন দাবি করেছেন, মে মাসের মধ্যেই ভারতে প্রস্তুত হতে চলেছে করোনা টেস্ট কীট। ফলে দাবি অনুযায়ী, এবার হয়তো ব্যক্তি নির্বিশেষে প্রত্যেককে করোনা টেস্ট করা হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি চীন থেকে আসা করোনার র‍্যাপিড টেস্ট কীট বাতিল হয়ে যায়, সেগুলির গুণগত মান বিচার করে। তবে চিকিৎসা মহলে প্রশ্ন জেগেছে, কোন টেস্ট কীটে ধরা পড়বে করোনা?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

০০সে প্রসঙ্গে আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন জানিয়েছেন, ‘মে মাসের মধ্যেই দেশে তৈরি করা সম্ভব হবে আরটি-পিসিআর (RT-PCR)অ্যান্টিবডি টেস্ট কিট। আপাতত প্রাথমিক পর্যায়ে আটকে এই কাজ। আইসিএমআরের অনুমোদন পেলেই শুরু হবে প্রস্তুতি। ফলে ৩১ মে-র মধ্যে প্রায় এক লক্ষ মানুষের করোনা পরীক্ষা করা সম্ভব হবে।’ অন্যদিকে জানা গেছে, এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী দিল্লির করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানকার স্বাস্থ্যমন্ত্রী, জেলাশাসক, কমিশনার এবং ডিসিপিদের সঙ্গে একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন। এই বৈঠকেই দিল্লির শহর অঞ্চল এবং জেলার হাসপাতালগুলির পরিকাঠামো নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

ইতিমধ্যে দিল্লিতে একশটি করোনা হটস্পট চিহ্নিত হয়েছে বলে খবর। সেই এলাকাগুলি সম্পর্কে আরো বেশি সচেতন হবার পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। এই এলাকাগুলি সম্পূর্ণরূপে সিল করার ঘোষণা করেন তিনি। এই মুহূর্তে বিশ্বজুড়ে করোনা তার মারাত্মক প্রভাব এতটাই দেখিয়েছে যে, প্রতিটি দেশ এই মুহূর্তে করোনার হাত থেকে বাঁচার জন্য পরিত্রাহি চেষ্টা চালিয়ে যাচ্ছে, করোনা ভাইরাসকে রোধ করতে যে লকডাউন শুরু হয়েছিল, তা এখনো বর্তমান। কিন্তু করোনা পরিস্থিতি যে পুরোপুরি নিয়ন্ত্রণে আসেন্‌ তা এতদিনে পরিষ্কার সবার কাছে। এই পরিস্থিতিতে মনে করা হচ্ছে, ভারত এখন টেস্ট কিট এর উৎপাদন শুরু করে গণহারে করোনা পরীক্ষা শুরু করে দেশকে করোনার হাত থেকে রক্ষা করার প্রস্তুতি নিতে চলেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!