এখন পড়ছেন
হোম > রাজ্য > রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করতে নতুন প্রস্তাব শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের

রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করতে নতুন প্রস্তাব শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের

এবার শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করতে উদ্যত হলো রাজ্য সরকার। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং ও মুর্শিদাবাদের ৪ টি জেলায় ৪ টি নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে। এদিন বিধানসভায় এমনই পরিকল্পনার প্রস্তাব দেন রাজ্যের শিক্ষা মন্ত্রী। ২০১১ থেকে ২০১৮ এর মধ্যে মোট ৮ টি সরকারি সাহায্য প্রাপ্ত বিশ্যবিদ্যালয় ও ৯ টি বেসরকারি বিশ্যবিদ্যালয় প্রতিষ্ঠা করেছে রাজ্যের শাসক দল। এছাড়াও সরকারি কলেজের সংখ্যা ইতিমধ্যে ৩৫ টি থেকে বেড়ে হয়েছে ৬৫ টি এবং সরকারি সাহায্য প্রাপ্ত কলেজের সংখ্যা ৪৫০ টি। স্নাতক ও স্নাতকোত্তর স্তরের আসন সংখ্যা পৌঁছেছে ৪ লক্ষ্যে। মঞ্জুর করা হয়েছে সরকারি সাহায্য প্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির জন্য ধার্য ১৬২.৫ কোটি টাকা। ‘ন্যাক’ এর সার্টিফিকেট পেয়েছে মোট ৩০৩ টি প্রতিষ্ঠান। কলেজ পড়ুয়াদের নিরাপত্তার জন্য ব্যবস্থা করা হয়েছে সিসিটিভি ক্যামেরার, নিষিদ্ধ করা হয়েছে কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ। এদিন এমনটাই জানান রাজ্যের শিক্ষামন্ত্রী। জানা গেছে উচ্চশিক্ষাকে আরো অনেক মজবুত করতে যাতে না অনেক দূরে যেতে হয় তাই এমন একটি লক্ষে উদ্যোগী হয়েছে বাংলার রাজ্য সরকার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!