এখন পড়ছেন
হোম > রাজ্য > তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে কর্মীদের বড়সড় বার্তা দিলেন নেত্রী

তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে কর্মীদের বড়সড় বার্তা দিলেন নেত্রী

নতুন বছরের প্রথম দিনটি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। এবারের পয়লা জানুয়ারি রাজ্যের শাসকদলের 22 তম প্রতিষ্ঠা দিবস। এবারের প্রতিষ্ঠা দিবসকে নাগরিক দিবস হিসেবে পালন করছে তাঁরা। সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দলীয় কর্মীদের এই উপলক্ষে শুভেচ্ছা জানান। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বছরের প্রথম দিন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান নানা জায়গায় হয়েছে। এদিন হাওড়াতেও তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অনুষ্ঠান সূচি ছিল। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাওড়া তৃণমূল সভাপতি অরূপ রায় তথা রাজ্যের মন্ত্রী।

বুধবার হাওড়ায় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে অরূপ রায় বলেন, ‘দুঃসময়ে যারা দলের জন্য লড়াই করেছেন তাঁদের ভুললে চলবে না। পুরনো কর্মীরাই আমাদের মূলধন। যারা দলের স্বার্থে লড়াই করেছেন তাঁদের সঙ্গে নিয়ে চলতে হবে। তবেই সঠিক মূল্যায়ন হবে। নতুনদের গুরুত্ব দিন। তবে দলের পুরনো কর্মীদের সামনে রেখে আগামী দিনে এগিয়ে চলতে হবে।’

তিনি আরো বলেন, ‘আজকে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। দলের প্রতিটি কর্মী আজকের দিনটি নিজের এলাকায় পালন করছেন। দলের প্রতিষ্ঠা দিবস নাগরিক দিবস হিসাবে আমরা পালন করছি। আমাদের বিরুদ্ধে অনেক অত্যাচার, অনেক কুত্‍সা হয়েছে। তা সত্বেও আমাদের প্রতিটি কর্মীকে অনেক শান্ত সংযত থাকতে হবে। আগামী দিন নির্বাচন। আমরা কেউ ঠান্ডা ঘরে বসে নেই। আমরা রাস্তায় নেমে লড়াই করতে প্রস্তুত আছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিন আমাদের এগিয়ে চলতে হবে।’

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি রাজ্যজুড়ে প্রতিবাদ চলছে সি এ এ এবং এনআরসির বিরুদ্ধে। এ প্রসঙ্গে বক্তব্য রাখেন মন্ত্রী অরূপ রায়। তিনি বলেন, ‘সিএএ এবং এনআরসি লাগু করার চক্রান্ত চলছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় থাকতে কেউ একটা মানুষকেও বিতাড়িত করতে পারবে না। কেউ ভয় পাবেন না।’ এদিন হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হাওড়ায় তৃণমূল কংগ্রেসের সদর দপ্তরের সামনে দলের 22 তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়। অনুষ্ঠানে প্রথমেই দলীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন হাওড়া জেলার তৃণমূল সভাপতি অরূপ রায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, বিধায়ক আব্দুল গনি, তৃণমূল নেতা সুপ্রীতি চট্টোপাধ্যায়, সৃষ্টিধর ঘোষ, শ্যামল মিত্র, সুশোভন চট্টোপাধ্যায়, অয়ন বন্দ্যোপাধ্যায়, অরূপেশ ভট্টাচার্য্য, বিভাস হাজরা, ভাস্কর ভট্টাচার্য্য, কল্যান ঘোষ, বাণী সিংহ রায় সহ অন্যান্য নেতৃবৃন্দরা।

সূত্রের খবর, গত সপ্তাহেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছিলেন, পহেলা জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। এর সাথে সাথে নাগরিক দিবস হিসেবে এই দিনটি উদযাপন করার। তৃণমূলের জেলার নেতারা এদিন পতাকা  উত্তোলন ও পথসভা আয়োজন করেন সভায় দলের প্রার্থী ও সংশোধিত নাগরিকত্ব আইন এর বিরুদ্ধে বক্তব্য পেশ করেন তৃণমূল নেতা নেত্রীরা। উল্লেখ‍্য, প্রথম থেকেই সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে লাগাতার এই আইনের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তিনি।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!