এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > কেন কেন্দ্রীয় নিরাপত্তা ছেড়ে দিলেন লকেট চট্টোপাধ্যায়? জেনে নিন তাঁর অভিমত

কেন কেন্দ্রীয় নিরাপত্তা ছেড়ে দিলেন লকেট চট্টোপাধ্যায়? জেনে নিন তাঁর অভিমত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল তাৎপর্যপূর্ণভাবে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা ছেড়ে দিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়ে কেন্দ্রীয় নিরাপত্তা তুলে দেবার কথা জানিয়েছেন তিনি। তাঁর নিরাপত্তাতে নিযুক্ত থাকা জওয়ানদের তিনি কাজে যোগ দিতেও নিষেধ করে দিয়েছেন। তাঁর এই পদক্ষেপ নানা জল্পনা ও নানা প্রশ্ন তুলে দিয়েছে।

ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেতেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সিএসএফের জওয়ানদের হাতে তাঁর নিরাপত্তার দায়িত্ব ছিল। হঠাৎ করে কেন তিনি এই নিরাপত্তা ছেড়ে দিলেন? সে সম্পর্কে বক্তব্য রেখেছেন তিনি। যেখানে তিনি জানিয়েছেন যে, সারা রাজ্যে বিজেপির নেতা- কর্মীরা যখন আক্রান্ত হচ্ছেন। তখন নিজের নিরাপত্তা নিয়ে তিনি কী করবেন?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে, নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই রাজ্যজুড়ে আক্রান্ত হচ্ছেন বিজেপি কর্মীরা। বিজেপির বহু কর্মী ভোট পরবর্তী হিংসায় প্রাণ হারিয়েছেন। মহিলাদের উপর চলছে অত্যাচার। তিনি নিজে নিরাপত্তাকর্মী নিয়ে থাকবেন। অন্যদিকে দূরের গ্রামের মহিলারা নিরাপত্তা না থাকার কারণে তৃণমূলের হাতে বারবার আক্রান্ত হবেন। এটা তিনি মেনে নিতে পারছেন না।

সাংসদ আরও জানিয়েছেন যে, এর আগেও তাঁর কোনো নিরাপত্তা রক্ষী ছিল না। নির্বাচনের পূর্বে তাঁকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেবার ব্যবস্থা করা হয়েছিল। নির্বাচনের ফল ঘোষণার পর চারদিকে যেভাবে অত্যাচার চলছে, তা দেখে তাঁর মনে হয়েছে যে, দলের কর্মীদের যখন তিনি নিরাপদ রাখতে পারছেন না। তখন নিজে তিনি কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে কী করবেন? দলের কর্মীদের কাছে তিনি মুখ দেখাতে পারবেন না।

এভাবেই, গতকাল তাৎপর্যপূর্ণভাবে কেন্দ্রীয় নিরাপত্তা ছেড়ে দিলেন লকেট চট্টোপাধ্যায়। হঠাৎ করে তাঁর এই নিরাপত্তা প্রত্যাহার নানা প্রশ্ন ও নানা জল্পনার সৃষ্টি করেছে রাজনৈতিক মহলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!