এখন পড়ছেন
হোম > জাতীয় > নাগাল্যান্ডে যাবার সিদ্ধান্ত নিয়েও শেষ পর্যন্ত পিছিয়ে গেল তৃণমূল, বাতিল কর্মসূচী

নাগাল্যান্ডে যাবার সিদ্ধান্ত নিয়েও শেষ পর্যন্ত পিছিয়ে গেল তৃণমূল, বাতিল কর্মসূচী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত শনিবার রাতে নাগাল্যান্ড একটি মর্মান্তিক ঘটনা ঘটে। সন্ত্রাসবাদী সন্দেহে নাগাল্যান্ড সীমান্তের একটি গ্রামে গ্রামবাসীদের উপর গুলি চালিয়ে দেয় আসাম রাইফেলস। আর তাই নিয়ে ঝড় উঠেছে দেশজুড়ে। কার্যত সেনাবাহিনীর দাবি, অনুপ্রবেশের সন্দেহে গুলি চালিয়েছিল নিরাপত্তারক্ষীরা। ঘটনা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে এই নিয়ে শুরু হয়েছে প্রবল চর্চা। রাজনৈতিক বিরোধীরা এই ঘটনার কড়া সমালোচনা করতে শুরু করেছেন।

কার্যত তৃণমূল কংগ্রেসও এই ঘটনার বিরোধিতায় সামিল হয়েছে। এই ঘটনা গণহত্যার সামিল বলে তীব্র সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস। রবিবার একটি বিবৃতি দিয়ে নাগাল্যান্ডে নিহতদের পরিবারের সাথে ও আহতদের সঙ্গে তৃণমূল সাংসদদের দেখা করতে যাওয়ার কথা ঘোষণা করেছিলেন সর্বভারতীয় তৃণমূল মুখপত্র ডেরেক ও’ব্রায়েন। কিন্তু ঘোষণা করা সত্বেও তৃণমূল শেষ পর্যন্ত তাঁদের কর্মসূচি স্থগিত করে দিল। এই মুহূর্তে নাগাল্যান্ডে 144 ধারা জারি রয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই তৃণমূল কংগ্রেসের সন্দেহ এই পরিস্থিতিতে যদি তাঁদের সাংসদরা সেখানে যায়, তাহলে পুলিশ তাঁদের আটকে দেবে। ফলস্বরূপ তাঁদের কর্মসূচি কোনোভাবেই সফল হবেনা। তাই তৃণমূল প্রতিনিধিদল, অর্থাৎ সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, সুস্মিতা দেব, অপরুপা পোদ্দার এবং শান্তনু সেনরা শেষপর্যন্ত নাগাল্যান্ড যাচ্ছেন না। নাগাল্যান্ডের ঘটনা নিয়ে ইতিমধ্যেই ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তিনি ব্যাপক সোচ্চার হয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

এই ঘটনার তদন্তের দাবি করেছেন তিনি। নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও আশ্বাস দিয়েছেন এই ঘটনার যথাযথ তদন্ত হবে বলে। অন্যদিকে তৃণমূলের নাগাল্যান্ডে যাবার সিদ্ধান্ত ঘোষণা হলেও কয়েক ঘন্টার মধ্যেই সেই সিদ্ধান্ত বাতিল করার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। গেরুয়া শিবির শুরু করেছে তৃণমূলের সমালোচনা।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!