এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূলের দলীয় মুখপত্র নিয়ে বিস্ফোরক সুকান্ত মজুমদার, কি বললেন তিনি?

তৃণমূলের দলীয় মুখপত্র নিয়ে বিস্ফোরক সুকান্ত মজুমদার, কি বললেন তিনি?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট জাগো বাংলা তৃণমূল কংগ্রেসের মুখপত্র। বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় নিয়ে এই জাগো বাংলা পত্রিকায় তৃণমূল কংগ্রেসের আলোচনা প্রকাশ পায়। কিন্তু এবার এই জাগো বাংলা অর্থাৎ তৃণমূলের দলীয় মুখপত্র নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। প্রসঙ্গত, সম্প্রতি তিনি তৃণমূলের বিভিন্ন বিষয় নিয়ে তীব্র কটাক্ষ করতে শুরু করেছেন। যেমন- সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন বিমল গুরুং এবং রোশন গিরি।

এই ঘটনা সামনে এনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার। তিনি প্রশ্ন তুলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু সরকারি কোন পদে নেই তাই পাহাড় সমস্যা নিয়ে তিনি কি বৈঠক করলেন তা নিয়ে যথেষ্ট প্রশ্ন থাকছেই। অন্যদিকে নাগাল্যান্ডের ঘটনা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন, তা নিয়েও বালুরঘাটের সংসদ করেছেন তীব্র কটাক্ষ। তিনি নাগাল্যান্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে নিজের রাজ্যের নজর দেওয়া উচিত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কারণ এই রাজ্যে এখনও ভয়ঙ্কর পরিস্থিতি। কার্যত গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার মতন অবস্থা এ রাজ্যে নেই বলে দাবি করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। আর ঠিক তার পরেই তৃণমূলের মুখপত্র জাগো বাংলা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন সুকান্ত মজুমদার। প্রসঙ্গত সম্প্রতি তৃণমূলের মুখপাত্র জাগো বাংলায় লেখা হয়েছে, এবারের পুরভোটে বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে আর তাই নিয়েই সুকান্ত মজুমদার জানান, জাগো বাংলা কার্যত বাচ্চাদের শৌচকর্মের পরে কাজে লাগে।

কার্যত তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, জাগো বাংলা কেউ পড়েনা। খুব স্বাভাবিকভাবেই সুকান্ত মজুমদারের এই কথা নিয়ে শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে প্রবল চর্চা। যদিও তৃণমূলের পক্ষ থেকে এখনও পর্যন্ত সুকান্ত মজুমদার এর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কোন প্রতিক্রিয়া দেখা হয়নি। তবে রাজ্য বিজেপি সভাপতির এই বক্তব্যের রেশ ধরে যে বাংলার রাজনীতিতে আরও একবার তৃণমূল এবং বিজেপির চাপানউতোর বৃদ্ধি পাবে, তা নিঃসন্দেহে বলা যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!