এখন পড়ছেন
হোম > রাজনীতি > নতুন দল গঠন করতেই বিস্ফোরক অভিযোগ! চাপে হেভিওয়েট সংখ্যালঘু নেতা!

নতুন দল গঠন করতেই বিস্ফোরক অভিযোগ! চাপে হেভিওয়েট সংখ্যালঘু নেতা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই নিত্য নতুন সমীকরণ তৈরি হচ্ছে গোটা বাংলা জুড়ে। এবারের নির্বাচনে তৃণমূল এবং বিজেপির মধ্যে প্রধান লড়াই হলেও মূল লড়াই যে সংখ্যালঘু ভোট নিয়ে তৈরি হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই সকলের অস্বস্তি বাড়িয়ে ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকির পক্ষ থেকে নতুন রাজনৈতিক দল গঠন করা হয়েছে। যার নাম দেওয়া হয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট।

স্বাভাবিকভাবেই এই দল গঠন করার পর থেকেই প্রশ্ন তৈরি হয়েছে, তাহলে কি প্রতিটা রাজনৈতিক দলকে চাপে রাখতেই এই উদ্যোগ নিলেন আব্বাস সিদ্দিকী! নাকি কোনো একটা রাজনৈতিক দলকে তারা সমর্থন করবেন! আর এই জল্পনা যখন ক্রমশ দীর্ঘায়িত হতে শুরু করেছে, ঠিক তখনই এই ব্যাপারে মুখ খুলে সেই আব্বাস সিদ্দিকীর বিড়ম্বনা বাড়িয়ে দিলেন আর এক পীরজাদা ত্বহা সিদ্দিকী।

সূত্রের খবর, বৃহস্পতিবার আব্বাস সিদ্দিকীর দল গঠন নিয়ে মুখ খুললেন পীরজাদা ত্বহা সিদ্দিকী। যেখানে বিজেপি এবং আরএসএসের নির্দেশে কোটি কোটি টাকা খরচ করে সংখ্যালঘু ভোট ভাগ করতে পীরজাদাদের নামানো হচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ করতে দেখা যায় তাকে।

এদিন এই প্রসঙ্গে ত্বহা সিদ্দিকী বলেন, “সাদা জামা আর গেরুয়া পড়লেই দুর্নীতি মুক্ত হওয়া যায় না। এতে আমার ফুরফুরা শরীফের পীরজাদা পীর সাহেবরা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। ফুরফুরা শরীফের পীর সাহেবদের যারা ভক্ত, তারাও দীর্ঘনিঃশ্বাস ফেললেন। এটা আমাদের কাছে খুব লজ্জার। ফুরফুরার পীর সাহেবের যারা অনুসারী, তাদের কাছে এটা একটা কালো দিন। পীর সাহেবদের বংশের কোনো ছেলে এই পথে হাঁটেনি। আজ ও হেটেছে। এতে করে সংখ্যালঘু ভোটব্যাংকে ভাগ বসানো যাবে না। সাধারণ মানুষ সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে উন্নয়নের পক্ষে ভোট দেবেন।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বলা বাহুল্য, নতুন দল গঠনকারি আব্বাস সিদ্দিকী পীরজাদা ত্বহা সিদ্দিকীর ভাইপো হন। কিন্তু এদিন আব্বাস সিদ্দিকী নতুন দল গঠন করে সংখ্যালঘু ভোট বিভক্ত করে দিতে চাইলেন বলেই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন ত্বহা সিদ্দিকী। স্বাভাবিক ভাবেই তার এই মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে জল্পনা ছড়িয়ে পড়েছে গোটা রাজ্য জুড়ে।

অনেকে বলছেন, এবারের নির্বাচনের সব থেকে বড় কিছু হতে চলেছে সংখ্যালঘুদের সমর্থন সে দিক থেকে বিজেপি যে এই সংখ্যালঘুদের সমর্থন সেভাবে পাবে না তা বলার অপেক্ষা রাখে না। তাই এই পরিস্থিতিতে একাধিক সংখ্যালঘু নেতা রাজ্যে আগমন এবং আব্বাস সিদ্দিকীর নতুন দল গঠনের পেছনে বিজেপির হাত রয়েছে বলেই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন ত্বহা সিদ্দিকী।

কেননা ভোট কাটাকাটির ফলে তৃণমূল অনেক আসনেই হেরে যেতে পারে। যার ফলে সেই সমস্ত আসনগুলোতে শেষ হাসি হাসতে পারে ভারতীয় জনতা পার্টি। আর তাই আব্বাস সিদ্দিকীর নতুন দল গঠনের সাথে সাথে সেই কথাই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন ত্বহা সিদ্দিকী বলে দাবি বিশেষজ্ঞদের। শেষ পর্যন্ত গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!