এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নন্দীগ্রামের পাশাপাশি এই বিধানসভা কেন্দ্রেও প্রার্থী মমতা! চাপে শুভেন্দু?

নন্দীগ্রামের পাশাপাশি এই বিধানসভা কেন্দ্রেও প্রার্থী মমতা! চাপে শুভেন্দু?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –2011 থেকে 2016, এমনকি 2019 প্রতিটা নির্বাচনে বিভিন্ন বিধানসভা কেন্দ্রের পাশাপাশি লোকসভা কেন্দ্রে তৃণমূলের পক্ষ থেকে কাউকে প্রার্থী করা হলেও, তিনি যে প্রধান মুখ, তা প্রচার পর্বে জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে মানুষ যাতে তাকে দেখে ভোট দেয়, তার জন্য কাতর আবেদন করতেও দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। সামনেই 2021 এর বিধানসভা নির্বাচন। ভবানীপুর কেন্দ্রের বদলে এবার এই নির্বাচনে নন্দীগ্রাম আসন থেকে তিনি লড়াই করবেন বলে জানিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী।

আর তারপরই বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছেন, নন্দীগ্রামের পাশাপাশি আর অন্য কোনো আসনে দাড়াতে দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে। যে কোনো একটি আসনে তাকে লড়াই করতে হবে। স্বভাবতই এই ঘটনার পর থেকেই রাজ্য রাজনীতিতে আলোড়ন পড়তে শুরু করেছিল। তবে নন্দীগ্রামে যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী লিখে দেওয়াল লিখন শুরু হয়ে গেছে, ঠিক তখনই রাজ্যের বালি বিধানসভা কেন্দ্রেও সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী হিসেবে একটি দেওয়াল লিখন চোখে পড়ল। আর এই ঘটনার পর থেকেই রীতিমত জল্পনা মাথাচাড়া দিতে শুরু করেছে, তাহলে কি বালি বিধানসভা কেন্দ্রেও প্রার্থী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়!

সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে হাওড়ার লিলুয়া জিটি রোড সংলগ্ন এলাকায় বেশ কিছু দেওয়াল লিখন চোখে পড়েছে। যেখানে তৃণমূলের পক্ষ থেকে দেওয়াল লিখনে লেখা হয়েছে, “আসন্ন বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম সহ 294 টি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন।”

অনেকে বলছেন, ভোটের সময় যে কেন্দ্রে যিনিই প্রার্থী হন না কেন, প্রধান মুখ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই নন্দীগ্রামের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, তিনি নন্দীগ্রামে লড়াই করলেও, তাকে প্রতিটি কেন্দ্রে ঘুরতে হবে। তাই তিনি এখানে বেশি সময় দিতে পারবেন না। এমনকি সব কেন্দ্রে তিনিই প্রার্থী বলে জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিক থেকে নির্বাচনের মুখে যখন বিজেপির চাপ ক্রমশ বাড়তে শুরু করেছে, তখন দেওয়াল লিখন করে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী হিসেবে লিখে নিজেদের প্রচার শুরু করে দিল তৃণমূল কংগ্রেস বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই এই বালি বিধানসভা কেন্দ্রে বহিরাগত প্রার্থীকে মেনে নেওয়া হবে না বলে একটি পোস্টার পড়তে শুরু করেছিল‌। বর্তমানে এই বিধানসভা কেন্দ্রের বিধায়ক বৈশালী ডালমিয়াকে নিয়ে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে। আর সেই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়কে 294 টি আসনে প্রার্থী হিসেবে দেওয়াল লিখনে লিখে তাকে জয়যুক্ত করার আবেদন জানালো তৃণমূল নেতৃত্ব। এদের এই প্রসঙ্গে হাওড়া পৌরসভার 62 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা কৈলাস মিশ্র বলেন, “বাংলার মানুষের আবেগের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের মনের মধ্যে তিনি রয়েছেন। তাই আগামী দিনের সব কেন্দ্রে প্রার্থী আসলে তিনি।”

অনেকে বলছেন, তৃণমূল নেতৃত্ব এর মধ্যে দিয়ে এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করলেন। একদিকে তারা যেমন মমতা বন্দ্যোপাধ্যায়কে সব আসনেই প্রার্থী হিসেবে ঘোষণা করে দলের কোন্দলকে বন্ধ করতে চাইলেন, ঠিক তেমনই বিজেপিকে প্রচারের দিক থেকে অনেকটাই পিছনে ফেলে দেওয়ার চেষ্টা করলেন। আর সেই কারণেই এখন থেকে দেওয়াল লিখনের মধ্যে দিয়ে দলের ঐক্য এবং বিজেপি বিরোধী মনোভাব প্রতিষ্ঠা করার চেষ্টা করল বালি বিধানসভা কেন্দ্রের তৃণমূল নেতৃত্ব। যা বর্তমান সময় অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!