এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দিল্লিতে গিয়েও বিজেপির বৈঠকে অনুপস্থিত মুকুল রায়? জল্পনা ক্রমশ বাড়ছে রাজ্য রাজনীতিতে

দিল্লিতে গিয়েও বিজেপির বৈঠকে অনুপস্থিত মুকুল রায়? জল্পনা ক্রমশ বাড়ছে রাজ্য রাজনীতিতে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দিল্লিতে সাতদিনব্যাপী বাংলাকে নিয়ে বিজেপির বৈঠক শুরু হয়েছে। মূলত বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই এই বৈঠক। কিন্তু বিজেপির সেই বৈঠকে কি হয় তার থেকেও বেশি নজর বঙ্গ বিজেপি চাণক্য মুকুল রায়ের পদক্ষেপ নিয়ে। জানা যায়, বিজেপির এই বৈঠকের জন্য প্রায় একদিন আগেই দিল্লিতে পৌঁছে গিয়েছিলেন মুকুল রায়। নানা মহলে গুঞ্জন রটেছিল, এবার হয়তো বিজেপিতে বড় কোনো পদ পেতে চলেছেন তিনি। তাই তাকে আগেভাগে ডেকে নেওয়া হল।

কিন্তু আবাহনেই কেন বিদায়ের সুর বাজল? তিনি দিল্লিতে গেলেন। আশা করা হয়েছিল, বিজেপির বৈঠকে থাকবেন। কিন্তু তেমন কিছুই হল না। উল্টে শুক্রবার আবার কলকাতায় ফিরে আসতে চলেছেন মুকুল রায়। কিন্তু তার মত রাজনৈতিক ব্যক্তিত্ব যেখানে 2021 এ পরিবর্তনের জন্য তিনি জান লাগিয়ে দেবেন বলে জানিয়েছিলেন, সেই মুকুল রায় দিল্লিতে গেলেন, বিজেপির কেন্দ্রীয় কমিটির বৈঠক হবে বাংলা‌ নিয়ে, তিনি অথচ সেখানে তিনি থাকলেন না! এক নিঃশ্বাসে এই কথা হজম করতে গিয়ে অনেকেরই ঢোক গিলতে হচ্ছে।

কেন তিনি দিল্লিতে গিয়ে বিজেপির বৈঠকে যোগ দিলেন না? তাহলে কি তিনি এবার তৃণমূল কংগ্রেস আবার ফিরে যাচ্ছেন? অনেকে বলছেন, মুকুল রায় বিজেপিতে থেকে তৃণমূল ভাঙ্গিয়ে লোক আনানো থেকে শুরু করে 18 টি আসন বিজেপিকে পাইয়ে দেওয়া, সমস্ত কিছুই করেছেন। নানা সময়ে তাকে পদ দেওয়া হবে বলে জানানো হলেও কাজের কাজ কিছু হয়নি। ফলে তার অনুগামীরা কিছুটা হলেও ক্ষুব্ধ। আর এই পরিস্থিতিতে যখন মমতা বন্দ্যোপাধ্যায় আহবান করছেন যে, যারা বিজেপিতে গিয়েছেন, তারা তৃণমূলে ফিরে আসুন, তখন মুকুল রায় দিল্লিতে গিয়েও বৈঠকে যোগ না দিয়ে কার্যত জল্পনা বাড়িয়ে দিলেন।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

 

অনেকে বলছেন, কিছুদিন আগেই বিজেপি রাজ্য দপ্তরে যাওয়া বাদ দিয়ে দিয়েছেন মুকুলবাবু। নিজের মত করে অফিস তৈরি করে সেখান থেকেই দলের কাজ করবেন বলে জানিয়েছিলেন। স্বাভাবিকভাবেই তার সঙ্গে রাজ্য নেতৃত্বের দূরত্ব তৈরি হচ্ছে বলে মনে করেছিল একাংশ। আর এবার দিল্লিতে গিয়েও বৈঠকে তার যোগ না দেওয়া নিঃসন্দেহে দলবদলের জল্পনাকেই বাড়িয়ে দিল। কেন তিনি দিল্লিতে গিয়ে ফিরে আসছেন?

এদিন এই প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেন, “মুকুলদা করোনা ভাইরাস এড়িয়ে থাকতে চাইছেন। তাই আজকের বৈঠক তিনি এড়িয়ে গেলেন। এর পেছনে অন্য কোনো কারণ নেই।” অন্যদিকে বিশেষ সূত্র অনুযায়ী জানা গেছে বৈঠকে না থাকার কারণ ব্যাখ্যা করেছেন মুকুলবাবু নিজেও। এদিন তিনি বলেন, “আজকের মিটিংয়ে সকালের দিকে ছিলাম। তারপর বেরিয়ে এসেছি। এই বৈঠকে আমার না থাকলেও চলত। পলিসি সংক্রান্ত যা বৈঠক হওয়ার আগেই হয়ে গেছে। চোখটারও সমস্যা করছে। তাই বেরিয়ে আসি।”

তবে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তার আগেভাগেই সমস্ত বৈঠক হয়ে গেছে, নাকি তিনি কার্যত কৌশল প্রয়োগ করে সমস্ত ব্যাপারটি এড়িয়ে গেলেন, এখন তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সব মিলিয়ে মুকুলবাবুর রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!