এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > উপনির্বাচনে ভবানীপুরে হেভিওয়েট তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে কি আবারও বিজেপির পরাজিত প্রার্থী?

উপনির্বাচনে ভবানীপুরে হেভিওয়েট তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে কি আবারও বিজেপির পরাজিত প্রার্থী?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভবানীপুর আসনে হতে চলেছে উপনির্বাচন। প্রসঙ্গত, একুশের বিধানসভার নির্বাচনে বিপুল জনাদেশ পেয়ে তৃণমূল শিবির ক্ষমতায় আসে। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবার নন্দীগ্রাম থেকে ভোটে দাঁড়িয়েছিলেন, সেখানে তিনি অবশ্য পরাজিত হয়েছেন। তাই প্রশ্ন ওঠে, পরাজিত হয়ে মুখ্যমন্ত্রী পদে কিভাবে আসীন থাকবেন তিনি? আর সেখানেই ওঠে উপনির্বাচনের প্রশ্ন। এরপর ভবানীপুর থেকে নিজের জেতা আসন ছেড়ে দেন মুখ্যমন্ত্রীর জন্য শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি খড়দা থেকে উপনির্বাচনে লড়বেন। কারণ সেখানে তৃণমূলের জয়ী প্রার্থী কাজল সিনহা নিজের জয় দেখার আগেই করোনায় মৃত্যুবরণ করেন।

ভবানীপুর থেকে তৃণমূল নেত্রী বরাবরই লড়াই করেছেন, তবে এবার উপনির্বাচনে লড়াই করবেন। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে মমতা ব্যানার্জি ভবানীপুরের প্রার্থী হচ্ছেন উপনির্বাচনে এটুকু নিশ্চিত হওয়া গিয়েছে। কিন্তু তাঁর বিরুদ্ধে কে দাঁড়াচ্ছে তা এখনো অফিশিয়ালি ঘোষণা করেনি কোন দলই। তবে ভবানীপুরের পরাজিত বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ অবশ্য এক্ষেত্রে নিজেকে এগিয়ে রাখছেন। তিনি জানিয়েছেন,  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত তিনি। দল বললে তিনি অবশ্যই লড়বেন। পাশাপাশি রুদ্র এও জানিয়েছেন, ব্যক্তি মমতার বিরুদ্ধে নয়, তিনি একটি দুর্নীতিগ্রস্ত দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রুদ্রনীল ঘোষ গত 30 ডিসেম্বর দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগদান করেন। এরপর বিধানসভা নির্বাচনে তাঁকে ভবানীপুর থেকে প্রার্থী করে বিজেপি। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পর্যন্ত রুদ্রনীলের হয়ে প্রচারে এসেছিলেন ভবানীপুরে। কিন্তু তা সত্বেও সাধারণ মানুষের মনে বিন্দুমাত্র দাগ কাটতে পারেননি রুদ্রনীল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। যথারীতি ফলাফল দেখা গিয়েছে ভোটবাক্সে। বিপুল ভোটে তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায় রুদ্রনীলকে হারান। তবে হেরে গেলেও ভবানীপুরের মানুষের সঙ্গে তিনি আছেন বলে জানিয়েছেন রুদ্রনীল। অন্যদিকে রুদ্র উপনির্বাচনের প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করলেও বিজেপির পক্ষ থেকে কিন্তু এখনো পর্যন্ত কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।

রুদ্রনীল জানিয়েছেন, তিনি ভবানীপুর এলাকায় কাজ করছেন। যদিও আজকে সেই কাজ করার সময় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। রুদ্রনীল দাবি করেন, তাঁকে শারীরিকভাবে হেনস্থা করেছে স্থানীয় তৃণমূল নেতা। রুদ্র থানায় পর্যন্ত অভিযোগ দায়ের করেন। সবমিলিয়ে ভবানীপুরের উপনির্বাচন ঘিরে ধীরে ধীরে উত্তেজনার পারদ চড়ছে। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে বা বলা ভাল রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কারা লড়াইতে নামছেন, তা নিয়ে ইতিমধ্যেই কৌতুহল তুঙ্গে। পাশাপাশি বিধানসভা নির্বাচনে হেরে যাবার পরেও রুদ্রনীলের ইচ্ছাকে গেরুয়া শিবির মান্যতা দেয় কিনা সেটাও দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!