এখন পড়ছেন
হোম > অন্যান্য > আবহাওয়া > ভূ-বিজ্ঞানীদের গবেষণায় এবার বর্ষাকাল নিয়ে বড়সড় বিপর্যয়ের ইঙ্গিত ভারতীয় উপমহাদেশে, চিন্তা ঘনাচ্ছে সর্বত্র

ভূ-বিজ্ঞানীদের গবেষণায় এবার বর্ষাকাল নিয়ে বড়সড় বিপর্যয়ের ইঙ্গিত ভারতীয় উপমহাদেশে, চিন্তা ঘনাচ্ছে সর্বত্র


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিগত দশকে সবথেকে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে গ্লোবাল ওয়ার্মিং কিংবা বিশ্ব উষ্ণায়ন। এবং এই বিশ্ব উষ্ণায়নের পরিপ্রেক্ষিতে গোটা বিশ্বের আবহাওয়া এবং জলবায়ুতে ঘটে যাচ্ছে উল্লেখযোগ্য পরিবর্তন। তবে বিজ্ঞানীরা মনে করছেন সবথেকে বেশি সমস্যায় পড়তে চলেছে দক্ষিণ এশিয়ার দেশ গুলি যার মধ্যে ভারত অন্যতম। মূলত বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গিয়ে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্বজোড়া বিজ্ঞানীরা। ফলস্বরূপ দেখা যাচ্ছে ক্রমশ ঘূর্ণিঝড়, নিম্নচাপের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি বর্ষাকাল ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে।

এমনিতেই বর্ষাকালের চরিত্র পাল্টে গেছে বলেই মনে করা হচ্ছে। বেশ কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিল, বর্ষাকাল ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠতে চলেছে। ভূ-বিজ্ঞানীরা এবার ব্যাপক আশঙ্কা প্রকাশ করেছেন, এ বছরের বর্ষাকাল সেই ভয়ঙ্কর রূপেই ধরা দেবে ভারতে। এই নিয়ে গবেষণারত বেশ কয়েকজন ভূ-বিজ্ঞানী সায়েন্স অ্যাডভান্সেস জার্নালে প্রকাশিত একটি গবেষণামূলক প্রতিবেদনে দাবি করেছেন, ভারতে এবছর বর্ষাকাল এযাবতকালের সবথেকে ভয়ঙ্কর রূপ নিয়ে সামনে আসতে চলেছে। উল্লেখ্য, গত ১০ লক্ষ বছরের জলবায়ু নিয়ে গবেষণা করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন ভূবিজ্ঞানীরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই প্রতিবেদন অনুযায়ী জানা যাচ্ছে প্রতি বর্ষায় সারা ভারতজুড়ে বিপুল পরিমাণ পলিমাটি জমা হয় বৃষ্টির জলের সাথে মিশে বঙ্গোপসাগরে অথবা ভারত মহাসাগরে। আর তাই বিজ্ঞানীরা 10 লক্ষ বছরের পুরনো মাটির নমুনা সংগ্রহ করেছেন সাগরের একেবারে তলদেশ থেকে। বলা হচ্ছে, যে বছর বেশি বৃষ্টি হয় সে বছর সাগরের উপরিভাগে মিষ্টি জলের পরিমাণ বেড়ে যায়। পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক স্টিভেন্স ক্লেমেন্স জানিয়েছেন, গত 10 লক্ষ বছরের জলবায়ুর সঙ্গে অভূতপূর্বভাবে মিল পাওয়া যাচ্ছে গত কয়েক বছরের জলবায়ু পরিবর্তনের প্রবণতার সঙ্গে এবং এই সমস্ত ঘটনা প্রবাহ ক্রমাগত ইঙ্গিত দিয়ে যাচ্ছে, ভারতীয় উপমহাদেশের বাসিন্দাদের এবার বড় বিপর্যয়ের মুখে পড়তে হতে পারে বলে।

পাশাপাশি ঋতু বৈচিত্রের যেভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে ক্রমাগত, তাতেও পরিবেশের ঝুঁকি অনেক বেশি বেড়ে যাচ্ছে। সব মিলিয়ে বোঝাই যাচ্ছে, বাতাসে কার্বন ডাই অক্সাইডের বিষবাষ্প যত বেড়ে চলেছে ঠিক ততটাই পৃথিবীর চরিত্র বদল হচ্ছে। আর এই চরিত্র বদলের হাত ধরেই একের পর এক দেশ প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হতে চলেছে। আপাতত বর্ষাকালের ভয়াবহতা নিয়ে যেভাবে ভূ-বিজ্ঞানীরা ইঙ্গিত দিয়েছেন, তা যথেষ্ট চিন্তা ধরাচ্ছে উপমহাদেশের বাসিন্দাদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!