এখন পড়ছেন
হোম > জাতীয় > লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি – জানালেন দিলীপ ঘোষ

লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি – জানালেন দিলীপ ঘোষ


আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষ্যে দলীয় সংগঠনের কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে গেরুয়া শিবির। এদিন উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলায় একটি দলীয় বিক্ষোভ কর্মসূচীতে অংশ গ্রহণ করে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এমন কথাই জানালেন। এদিন কর্মসূচীর শেষে বিজেপি সভাপতি নিজের প্রতিক্রিয়া জানিয়ে বললেন, “পঞ্চায়েত নির্বাচনে গণতন্ত্র হত্যা হয়েছে, আমাদের হাজার হাজার কার্যকর্তাকে কেস দেওয়া হচ্ছে। তার প্রতিবাদে আজকের ঘেরাও অভিযান।”

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

জানা যাচ্ছে বিজেপি দলের প্রস্তাবিত এই বিক্ষোভ কর্মসূচী চলতি মাসের ২৫ তারিখ অবধি চলবে। এদিন আগামী বছর লোকসভা নির্বাচন প্রসঙ্গে দিলীপ বাবু বললেন, “এক বছর আগে থেকে আমরা কাজ শুরু করে দিয়েছি। বিস্তারক, প্রচারক দিয়ে সংগঠন মজবুতের কাজ করা হচ্ছে।” যদিও এদিনের বিক্ষোভ কর্মসূচীর কারণে আলিপুরদুয়ারের কোর্ট মোড়, মাধবমোড়, কলেজ হল্ট, নিউটাউন সহ বিভিন্ন এলাকায় ব্যাপক যানজট শুরু হয়। এরপরে ডুয়ার্সকন্যার সামনে গেলে পুলিশের বাধার সম্মুখীন হয়।

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে

সেখানেই বিজেপির জনসভা শুরু হয়। এদিন বিজেপির বিক্ষোভ কর্মসূচীর জন্যে শহরে কড়া নিরাপত্তা ব্যবস্থার আয়োজন ছিলো। পার্শ্ববর্তী কোচবিহার ও জলপাইগুড়ি এবং শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এলাকা থেকে পুলিশ মোতায়েন হয়েছিল এদিন আলিপুরদুয়ারে ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!