এখন পড়ছেন
হোম > জাতীয় > শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর হতেই বিস্ফোরক কৈলাস, চাপ বাড়ল মমতার!

শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর হতেই বিস্ফোরক কৈলাস, চাপ বাড়ল মমতার!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে নাম লিখিয়েছিলেন তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী। কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেননি, মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত বিশ্বস্ত শুভেন্দু অধিকারী গেরুয়া শিবিরে নাম লেখাতে পারেন। পরবর্তীতে সেই শুভেন্দুবাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নন্দীগ্রামে প্রার্থী হয়ে নিজের জয় নিশ্চিত করেছেন।

বর্তমানে বিজেপি রাজ্যের ক্ষমতা দখল করতে না পারলেও, রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা হয়েছেন শুভেন্দু অধিকারী। তবে এক সময়কার সতীর্থ বর্তমানে প্রতিপক্ষ দলের প্রধান সেনাপতি হওয়ার কারনে মাঝেমধ্যেই অস্বস্তিতে পড়তে হচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে। বিভিন্ন বিষয়ে তৃণমূলের বিড়ম্বনা বাড়িয়ে দিচ্ছেন শুভেন্দু অধিকারী। তবে সম্প্রতি ত্রিপল চুরির অভিযোগ তুলে সেই শুভেন্দু অধিকারী এবং তার ভাই সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে।

যে ঘটনাকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার পরায়ন আচরণের অভিযোগ তুলেছে ভারতীয় জনতা পার্টি। গেরুয়া শিবিরের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছেন পাশাপাশি রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতার সঠিক ভূমিকা পালন করছেন।

তাই অস্বস্তি ঢাকতে এখন শুভেন্দুবাবুকে কাবু করার জন্য এবং তার পরিবারকে মেলাইন করতে শাসক দল এই আচরণ করছে। আর এবার এই গোটা বিষয়ে সরব হয়ে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। প্রসঙ্গত উল্লেখ্য, কাঁথি পৌরসভার প্রশাসক বোর্ডের এক সদস্য সম্প্রতি ত্রানের ত্রিপল চুরির অভিযোগে একটি এফআইআর দায়ের করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কাঁথি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে।

স্বাভাবিক ভাবেই এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে‌। গোটা ঘটনাকে হাতিয়ার করে শুভেন্দু অধিকারী এবং তার ভাই সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার দাবিতে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপির বিরুদ্ধে নতুন অস্ত্র পেয়ে গিয়েছে ঘাসফুল শিবির। আর এই পরিস্থিতিতে গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে বলে টুইটে দাবি করলেন বিজেপি কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। এদিন একটি টুইট করে তিনি লেখেন, “বিরোধীদের শেষ করে দেওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের শেষ করে দিতে চান। গণতন্ত্রের ওপর তাঁর কোনো বিশ্বাস নেই।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকদের মতে, এই প্রথম নয়। এর আগেও প্রথম এবং দ্বিতীয় তৃণমূল সরকারের আমলে বিরোধীদের পক্ষ থেকে বারবার শাসকদলের প্রতিহিংসাপরায়ণ আচরণকে সামনে আনা হয়েছে। এক্ষেত্রে তৃণমূল সবসময় বিরোধী শূন্য করতে চায় বলে দাবি করেছে বিরোধীরা। তবে এবার 2021 এর বিধানসভা নির্বাচনে রাজ্যে বাম এবং কংগ্রেসের জায়গায় বিরোধীদলের আসন দখল করেছে ভারতীয় জনতা পার্টি। ক্ষমতা দখল করার চেষ্টা করলেও, তারা তাদের লক্ষ্য থেকে অনেকটাই সরে গিয়েছে।

তবে বিরোধী দল হিসেবে তারা যে ঘরে এবং বাইরে তৃণমূলকে সবসময় চাপে রাখবে, তা বুঝিয়ে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী এবং তার ভাইয়ের বিরুদ্ধে ত্রিপল চুরির অভিযোগ তুলে এফআইআর নিঃসন্দেহে অস্বস্তিতে ফেলে দেয় গেরুয়া শিবিরকে।

এমতাবস্থায় ট্যুইটে সরব হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঐ তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে প্রতিহিংসাপরায়ণ আচরণের অভিযোগ তুললেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। যা তৃণমূলের অস্বস্তি কিছুটা হলেও বাড়িয়ে দেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!