এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > Breaking News, নির্বাচন কমিশনের কাছে ফের বড়সড় ধাক্কা বিজেপির, হাসি চওড়া রাজ্যের

Breaking News, নির্বাচন কমিশনের কাছে ফের বড়সড় ধাক্কা বিজেপির, হাসি চওড়া রাজ্যের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আবার বড়সড় ধাক্কা খেলো রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী গতকাল রাজ্যের পুজো আয়োজক ক্লাবগুলোকে ৫০ হাজার টাকার অর্থ সাহায্যের ঘোষণা করেছেন। এছাড়া বিদ্যুৎ বিলে ৫০% ছাড়, পুজোর লাইসেন্স ফি, দমকল ফি মুকুব করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত অনুযায়ীই তিনি এই ঘোষণা করেছেন বলে, জানিয়েছেন রাজ্যের মুখ্য সচিব।

রাজ্য সরকারের এই ঘোষণার বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় বিজেপি। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় যে, উপনির্বাচনের প্রার্থী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে রাজ্যের ক্লাবগুলির জন্য অনুদানের ঘোষণা করা হয়েছে। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই এই ঘোষণা করা হয়েছে বলে, অভিযোগ করা হয় বিজেপির পক্ষ থেকে। এ প্রসঙ্গে বিজেপি নেতা শিশির বাজোরিয়া জানান যে, নির্বাচন কমিশনের কাছে তাঁরা বিধি ভঙ্গের অভিযোগ করেছেন। পুজো কমিটিকে অনুদান দেয়া হচ্ছে। আড়াই হাজার পুজো কমিটি রয়েছে কলকাতায়। তিনি অভিযোগ করেছেন, নির্বাচনী বিধি ভঙ্গ করে এই অর্থ দেওয়া হচ্ছে। বিজেপির পক্ষ থেকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনে যাবার হুঁশিয়ারিও দেয়া হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে, নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে যে, সরকারিভাবে এখনো বিবৃতি না দিয়েও বিজেপির এই অভিযোগ খারিজ করে দিয়েছে কমিশন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো নিজের মনোনয়নপত্র জমা করেননি। এছাড়া অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। যা ভবানীপুর বিধানসভার অন্তর্ভুক্ত নয়। এছাড়া ক্লাবগুলোকে যে আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা করা হয়েছে, তা অনেক পুরনো, নতুন কোনো ঘটনা নয়। এ কারণেই বিজেপির অভিযোগ খারিজ করে দেয় নির্বাচন কমিশন।

রাজ্যের আর্থিক অনুদানের এই ঘোষণা প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছিলেন যে, এতদিন সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা নিয়ে পুজো হত। সরকারের কাছে তারা হাত পাতেন নি। সরকার তাদের কাছে টানতে অনুদান দিচ্ছে। কবে পুজো হবে? কবে বিসর্জন হবে? সবটাই এখন ঠিক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগে এটা হতো না। তবে, নির্বাচন কমিশনের কাছে বিজেপির অভিযোগ খারিজ হয়ে যাওয়া, গেরুয়া শিবিরের কাছে একটা বড়সড় ধাক্কা বলেই রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!