এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল >  “পঞ্চায়েতে ঠিকমত নির্বাচন হলেই হারবে তৃণমূল” ওপেন চ্যালেঞ্জ শুভেন্দুর!

 “পঞ্চায়েতে ঠিকমত নির্বাচন হলেই হারবে তৃণমূল” ওপেন চ্যালেঞ্জ শুভেন্দুর!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পর্ব জমা থেকে শুরু করে শাসকদলের হামলার শিকার হয়েছে বিরোধী নেতা কর্মীরা। আর এই পরিস্থিতিতে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঠিকমতো নির্বাচন হলে বিজেপি বেশিরভাগ আসনেই জয়লাভ করবে বলে আত্মপ্রত্যয়ী গেরুয়া শিবিরের নেতারা। আর পশ্চিমবঙ্গ দিবস পালনের পর সেই একই কথা শোনা গেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায়। সরাসরি তৃণমূলের উদ্দেশ্যে চ্যালেঞ্জ করে তার হুঁশিয়ারি, যদি ঠিকমতো নির্বাচন হয়, তাহলে রাজ্যের 90 শতাংশ আসনেই পঞ্চায়েতে হারতে চলেছে তৃণমূল কংগ্রেস।

 

প্রসঙ্গত, এদিন বিজেপি বিধায়কদের নিয়ে পশ্চিমবঙ্গ দিবস পালনের পর সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা। যেখানে পঞ্চায়েত নিয়ে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “যদি আদালতের নির্দেশ মেনে কেন্দ্রীয় বাহিনী নিযুক্ত করা হয় এবং সব আইন মেনে পঞ্চায়েত নির্বাচন ঠিকমতো হয়, তাহলে আমি আপনাকে বলে দিচ্ছি, রাজ্যের 90 শতাংশ আসনে তৃণমূল কংগ্রেস হারছে। কারণ আজকে সবাই তৃণমূল কংগ্রেসকে চোর বলছে। আট থেকে আশি, সকলেই জেনে গিয়েছে, তৃণমূল কংগ্রেস মানে চোর। তাই কেউ তৃণমূলকে সমর্থন করবে না।”

বিশেষজ্ঞদের মতে, এই বক্তব্যের মধ্যে দিয়ে শুভেন্দু অধিকারী সরাসরি তৃণমূলকে চাপে ফেলে দিলেন। বুঝিয়ে দিলেন, নির্বাচন হলে বিপুল আসনে পরাজিত হতে চলেছে তৃণমূল কংগ্রেস। যা শাসক শিবিরের কাছে অত্যন্ত চাপের কারণ বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!