এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মনোনয়ন প্রত্যাহারে চাপ, খবর পেয়েই দুষ্কৃতীদের তাড়া স্বয়ং সুকান্তর!

মনোনয়ন প্রত্যাহারে চাপ, খবর পেয়েই দুষ্কৃতীদের তাড়া স্বয়ং সুকান্তর!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বর্তমানে তৃণমূলের পক্ষ থেকে গোটা রাজ্য জুড়ে বিরোধী প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ। বিভিন্ন জায়গা থেকে এই খবর আসতে শুরু করেছিল রাজ্যের বিরোধী দল ভারতীয় জনতা পার্টির কাছে। আর এবার নিজের লোকসভা কেন্দ্র বালুরঘাটের গঙ্গারামপুরের শুকদেবপুরে পৌঁছে গিয়ে দুষ্কৃতীদের তাড়া করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। বিজেপির অভিযোগ, এই অঞ্চলে বিজেপি প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের জন্য তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা চাপ দিচ্ছিলেন। আর সেই খবর পেয়েই এলাকায় পৌঁছে গিয়ে সেই দুষ্কৃতীদের ধাওয়া করেন রাজ্য সভাপতি।

প্রসঙ্গত, মঙ্গলবার বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত গঙ্গারামপুরের শুকদেবপুরে পৌঁছে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার কাছে আগে থেকেই খবর ছিল, এই অঞ্চলে বিজেপি প্রার্থীর মনোনয়ন পত্র প্রত্যাহারের জন্য দুষ্কৃতীদের পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছে। আর এলাকায় পৌঁছেই রীতিমত দুষ্কৃতীদের পেছনে ছুটতে থাকেন বিজেপির রাজ্য সভাপতি। রীতিমতো ধাওয়া করে দুটি বাইক এবং একটি গাড়ি বাজেয়াপ্ত করেন তিনি। বিজেপির রাজ্য সভাপতির অভিযোগ, নম্বর বিহীন বাইক নিয়ে দাপাদাপি করছে দুষ্কৃতীরা। অস্ত্র নিয়ে বিজেপি প্রার্থীদের মনোনয়ন পত্র প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হচ্ছে। আমাদের মহিলা প্রার্থীকে ভয় দেখানো হচ্ছে।

তবে বিজেপির রাজ্য সভাপতির দুষ্কৃতীদের পেছনে এই ধাওয়া দেখে রীতিমত উজ্জীবিত গেরুয়া শিবির। একাংশ বলছেন, তৃণমূলের দৌরাত্ম্যে রীতিমতো ভয়ে রয়েছেন বিজেপির পঞ্চায়েতের প্রার্থীরা। এমতাবস্থায় কর্মীদের পাশে দাঁড়িয়ে যেভাবে দুষ্কৃতীদের ধাওয়া করলেন বিজেপির রাজ্য সভাপতি, তাতে গেরুয়া শিবিরের নেতাকর্মীরা কিছুটা হলেও অক্সিজেন পেল। পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্য সভাপতির এই সক্রিয়তা বিজেপিকে কিছুটা হলেও মাইলেজ পাইয়ে দেবে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!