এখন পড়ছেন
হোম > জাতীয় > কাশ্মীরে সরকার পড়তেই ‘অল-আউট’ সেনা অভিযানের সিদ্ধান্ত কেন্দ্রের

কাশ্মীরে সরকার পড়তেই ‘অল-আউট’ সেনা অভিযানের সিদ্ধান্ত কেন্দ্রের

সবকিছুরই একটা লক্ষনরেখা থাকে। আর সেই রেখা অতিক্রম করলে পরিস্থিতি যে ভয়ানক হতে পারে তা প্রমান করতে ভূস্বর্গ কাশ্মীরের জঙ্গী সংগঠনগুলির বিরুদ্ধে পথে নামছে দেশের সেনাদল। সূত্রের খবর, ইতিমধ্যেই এই সেনাবাহিনী কাশ্মীরের বিস্তীর্ন অঞ্চলে জঙ্গীদের খোজার কাজে চিরুনী তল্লাশিও শুরু করে দিয়েছে।জানা গেছে, কাশ্মীরের পুলওয়ামা সহ অন্যান্য জায়গাগুলিতে সেনার গুলিতে নিহতও হয়েছেন দুই জঙ্গী।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এখানেই অনেকের ধারনা, তাহলে কি ফের কোনো জঙ্গীদের বিরুদ্ধে রননীতিমূলক সিদ্ধান্ত নিচ্ছে সেনাবাহিনী! এই আশঙ্কার ভিত আরও মজবুত হয়েছে যখন বিজেপির শীর্ষ নেতৃত্ব কিছু না বললেও দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজয় দোভাল বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের এবং স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের বাসভবনে গিয়ে বৈঠক করেন। তবে এই বৈঠকে ঠিক কি নিয়ে আলোচনা হয়েছে তা নিয়ে মুখ খোলেনি কোনো পক্ষই। জানা যাচ্ছে, 2016 র সেপ্টেম্বরে উরি হামলার পরবর্তী সময়কালেও ঠিক একই ঘটনা ঘটেছিল। সূত্রের খবর, জম্মু কাশ্মীরের পুলিশ প্রশাসনেও ব্যাপক রদবদল হচ্ছে। এদিকে কাশ্মীরের সরকারও পড়ে গিয়েছে।

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

গত মঙ্গলবার কাশ্মীরে শান্তি স্থাপন না করতে পারার অভিযোগে কাশ্মীরের পিপলস ডেমোক্রেটিক পার্টির ওপর থেকে বিজেপি সমর্থন তুলে নেওয়ায় মুখ্যমন্ত্রী পদ খোয়াতে হয় মেহবুবা মুফতিকে। রাজনৈতিক মহল মনে করছে, কদিন আগেই কেন্দ্রের দ্বারস্থ হয়ে এই মেহবুবা মুফতিই কাশ্মীরের সেনা অভিযান বন্ধের আবেদন জানান। কিন্তু সেই কথা উপেক্ষা করে ফের ভূস্বর্গে জঙ্গীদের বিরুদ্ধে সেনা নামিয়ে সার্জিকাল ষ্ট্রাইকের রাস্তায় হাটছে কেন্দ্র।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!