এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > ভোট পরবর্তী হিংসায় সিবিআইয়ের ভূমিকায় অসন্তুষ্ট শুভেন্দু, কি বললেন! জেনে নিন!

ভোট পরবর্তী হিংসায় সিবিআইয়ের ভূমিকায় অসন্তুষ্ট শুভেন্দু, কি বললেন! জেনে নিন!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- 2021 এর ভোট পরবর্তী হিংসায় প্রচুর বিরোধী দলের নেতাকর্মীরা মারা গিয়েছেন। আর এই অভিযোগে আদালতের দ্বারস্থ হওয়ার পর আদালতের পক্ষ থেকে দেওয়া হয়েছিল সিবিআই তদন্তের নির্দেশ। ইতিমধ্যেই গোটা ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করছে। আর এই পরিস্থিতিতে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দামামা বাজতেই দিকে বিরোধী নেতা কর্মীরা খুন হচ্ছেন বলে অভিযোগ।

তবে ভোট পরবর্তী হিংসার ঘটনায় সিবিআইয়ের পক্ষ থেকে যদি সঠিক ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হতো , তাহলে পঞ্চায়েতকে কেন্দ্র করে এই হিংসা রাজ্যবাসীকে দেখতে হতো না বলে জানিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর বিরোধী দলনেতার এই বক্তব্য থেকে বিশেষজ্ঞরা মনে করছেন যে, ভোট পরবর্তী হিংসায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকায় খুব একটা খুশি নন রাজ্যের বিরোধী দলনেতা |

 

প্রসঙ্গত, এদিন নির্বাচনে মনোনয়ন পর্ব শুরু থেকে যে হিংসা তৈরি হয়েছে, সেই বিষয়ে প্রশ্ন করা হয় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিধানসভা নির্বাচনে ভোট পরবর্তী হিংসার কথা তুলে ধরেন তিনি। এদিন এই প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “পুরো রাজ্যে জঙ্গলের রাজত্ব চলছে। যদি ভোট পরবর্তী হিংসার পর সিবিআই এই জাহাঙ্গীর থেকে শুরু করে শাহজাহানদের ভেতরে ঢুকিয়ে দিত, তাহলে আজকে এই ধরনের ঘটনা ঘটত না। তবে মানুষ বিভিন্ন জায়গায় প্রতিরোধ করছে।”

একাংশ বলছেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের ভূমিকায় এতদিন প্রশ্ন তুলতে দেখা গিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে। তবে এবার ভোট পরবর্তী হিংসার ঘটনায় সেই সিবিআইয়ের ভূমিকায় পরোক্ষে হলেও প্রশ্ন তুলে দিলেন স্বয়ং বিরোধী দলনেতা। যা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চাপ কিছুটা হলেও বাড়িয়ে দিল বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!