এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আগামী লোকসভায় সেঞ্চুরিও পার করতে পারবে না বিজেপি? বিস্ফোরক দাবি হেভিওয়েট মন্ত্রীর!

আগামী লোকসভায় সেঞ্চুরিও পার করতে পারবে না বিজেপি? বিস্ফোরক দাবি হেভিওয়েট মন্ত্রীর!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  সামনেই 2024 এর লোকসভা নির্বাচন। বাংলা দখল করার পর এবার কেন্দ্র থেকে বিজেপির সরকারকে ক্ষমতাচ্যুত করতে উঠে পড়ে লেগেছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। সর্বভারতীয় ক্ষেত্রে দলকে বিস্তার লাভ করে একাধিক পরিকল্পনা গ্রহণ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপি যখন বিরোধী দলের জায়গা দখল করেছে, ঠিক তখনই সেই বিজেপিকে কার্যত চাপের মুখে ফেলে দিয়ে আগামী লোকসভা নির্বাচনে কেন্দ্রের ক্ষমতা বিজেপি কোনোমতেই দখল করতে পারবে না বলে দাবি করলেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

পাশাপাশি আগামী লোকসভা নির্বাচনে বিজেপি 100 টিও আসন পাবে না বলে চ্যালেঞ্জ ছুড়ে দিতে দেখা গেল তাকে। স্বাভাবিকভাবেই রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর এই ধরনের দাবিকে কেন্দ্র করে এখন রীতিমত আলোড়ন পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। সূত্রের খবর, রবিবার উত্তর 24 পরগনা জেলার হাবরায় অনুষ্ঠিত তৃণমূল ছাত্র পরিষদের একটি রক্তদান শিবিরে উপস্থিত হন জেলা তৃণমূল সভাপতি তথা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আর সেখানেই বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করতে দেখা যায় তাকে। তবে বিজেপিকে আক্রমণ করার পাশাপাশি 2024 সালের লোকসভা নির্বাচনে দেশের মাটি থেকে বিজেপি বিদায় নেবে বলেও চ্যালেঞ্জ ছুড়ে দেন জ্যোতিপ্রিয়বাবু।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে রাজ্যের বনমন্ত্রী বলেন, “ভারতবর্ষে বেশিদিন টিকবে না ভারতীয় জনতা পার্টি। 2021 সালের বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ যেভাবে বিজেপিকে বিদায় জানিয়েছে, 2024 সালের লোকসভা নির্বাচনেও দেশের মানুষও এভাবে বিজেপিকে বিদায় জানাবে। 2024 সালের লোকসভা নির্বাচনের আগেই বিজেপি দল তাসের ঘরের মতো ভেঙে পড়বে। মনে রাখবেন, সমাজে যত ভালো কাজ, তা তৃণমূল কংগ্রেস করে। 2024 সালের লোকসভা ভোটের লক্ষ্যে আমাদের লড়াই শুরু হয়ে গিয়েছে। আমরা বাংলায় 42 টি আসনের মধ্যে 32 টি আসনে জয়ী হয়ে রয়েছি। আগামী দুই বছরে আমাদের লক্ষ্য হবে বাকি দশটা আসনে আমাদের জয় সুনিশ্চিত করা। লোকসভায় বিজেপিকে বাংলায় 42-0 করে নাকানি চোবানি খাওয়ানো হবে। 2024 সালের লোকসভা ভোটে নরেন্দ্র মোদী 100 টির বেশি আসন পাবেন না। আমি আজ এই ভবিষ্যদ্বাণী করে গেলাম।”

সমালোচক মহলের একাংশ বলছেন, জ্যোতিপ্রিয় মল্লিক আসলে নিজের পদ রক্ষা করতে এবং দলের শীর্ষ নেতৃত্বকে খুশি রাখতে বিজেপিকে এই ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। অতীতেও অনুব্রত মণ্ডল থেকে শুরু করে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত, 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপি কেন্দ্রের ক্ষমতা দখল করতে পারবে না বলে দাবি করেছিলেন। কিন্তু বাস্তবে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 2019 সালে কেন্দ্রের ক্ষমতা দখল করেছে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি।

তাই নিজের দলের কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষের কাছে বিজেপিকে কিছুটা খাটো করে দলীয় সংগঠনকে মজবুত করতে জ্যোতিপ্রিয় মল্লিকের এই বার্তা বলেই দাবি করছেন বিরোধীরা‌। তবে এইসব বলে লাভের লাভ কিছুই হবে না। ভারতবর্ষের মাটিতে আবারও তৃতীয়বারের জন্য কেন্দ্রের ক্ষমতা দখলে রাখবে ভারতীয় জনতা পার্টি বলেই দাবি পদ্ম শিবিরের। তবে যেভাবে লোকসভা নির্বাচনের তিন বছর আগে এই ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সতীর্থ জ্যোতিপ্রিয় মল্লিক, তাতে তার এই ভবিষ্যদ্বাণী আগামী দিনে কতটা বাস্তব হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!