এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > নাগরিকত্ব আইনের স্বপক্ষে নজিরবিহীন মিছিল বিজেপির, অস্বস্তি কি বাড়ল তৃণমূলের! জোর জল্পনা

নাগরিকত্ব আইনের স্বপক্ষে নজিরবিহীন মিছিল বিজেপির, অস্বস্তি কি বাড়ল তৃণমূলের! জোর জল্পনা


সম্প্রতি নাগরিকত্ব সংশোধনী বিল সংসদে পাশ হয়ে গিয়েছিল। যার ফলে সেই বিলে স্বাক্ষর করে দিয়েছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আর রাষ্ট্রপতি স্বাক্ষর হওয়ার পরেই সেই বিল আইনে পরিণত হয়ে যায়। আর নাগরিকত্ব সংশোধনী আইন হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পরেই দেশজুড়ে তীব্র বিরোধিতা করতে শুরু করে একাংশ।

ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক পদযাত্রা করে এই আইন বাতিলের দাবি জানিয়েছেন। যা দিনকে দিন কোণঠাসা করছে ভারতীয় জনতা পার্টিকে। আইনের বিরোধিতায় তৃণমূল ভালো করে প্রচার করতে পারলেও, আইনের স্বপক্ষে সেভাবে প্রচার করতে দেখা যাচ্ছে না বিজেপিকে। তবে এবার এই নাগরিকত্ব সংশোধনী ইস্যুতে তৃণমূলকে চাপে রাখতে বিশাল মিছিল করে শোরগোল ফেলে দিল ভারতীয় জনতা পার্টি।

সূত্রের খবর, এদিন কোচবিহারে নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে বিজেপির পক্ষ থেকে আয়োজিত মিছিলে পাশাপাশি হাঁটতে দেখা গেল রাজবংশী এবং নমঃশূদ্র সম্প্রদায়দের। যা নিঃসন্দেহে বিজেপিকে অনেকটাই এগিয়ে রাখল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা যায়, এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক, কোচবিহার জেলা বিজেপির সভানেত্রী মালতী রাভা রায় সহ অন্যান্যরা। বিশাল মিছিল থেকে নাগরিকত্ব আইনের স্বপক্ষে আওয়াজ তুলতে দেখা যায় বিজেপির নেতা নেত্রীদের।

এদিন বিশাল মিছিল করে তৃণমূলকে চাপে রেখে আইনের স্বপক্ষে বক্তব্য রাখেন কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। তিনি বলেন, “এই আইনে শরণার্থীদের নাগরিক করার কথা জানানো হয়েছে। কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার কথা বলা হয়নি। ভুল কথা বলে তৃণমূল বিভাজনের রাজনীতি করছে।” এদিকে বিজেপির মিছিলকে গুরুত্ব দিতে নারাজ শাসক দল তৃণমূল কংগ্রেস।

এদিন এই প্রসঙ্গে বিজেপিকে পাল্টা কটাক্ষ করে কোচবিহার জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, “আসলে ধর্ম, জাতি নিয়ে রাজনীতি করছে বিজেপি। মিছিলে যারা হেঁটেছেন, তাদের অধিকাংশই এখনও এনআরসি আর সিএএর অর্থ জানেন না। অসমে এনআরসির ভয়াবহতা টের পেয়েছেন কিছু মানুষ। যারা আজ এই আইন সমর্থন করছেন, আগামী দিনে তারা সবাই এর ভয়াবহতা বুঝতে পারবেন।”

বিশেষজ্ঞরা বলছেন, এতদিন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে তৃণমূলকে ব্যাপক প্রচার করতে দেখা গেছে। কিন্তু সেভাবে ভারতীয় জনতা পার্টিকে ময়দানে নামতে দেখা যায়নি। তবে এবার এই আইনের স্বপক্ষে ময়দানে নেমে বিজেপি সুবিশাল মিছিল করে কোচবিহারে তৃণমূলকে অনেকটাই ব্যাকফুটে ফেলে দিল বলে মত বিশ্লেষকদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!