এখন পড়ছেন
হোম > জাতীয় > বাংলা থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় ঠাঁই পেতে চলেছেন কারা? সামনে এল একাধিক নাম! জেনে নিন

বাংলা থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় ঠাঁই পেতে চলেছেন কারা? সামনে এল একাধিক নাম! জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  2019 সালের লোকসভা নির্বাচনে বাংলা বিজেপিকে 18 টি আসন দিয়েছিল। কিন্তু তারপরেও বাংলা থেকে মাত্র দুজন সাংসদকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা করে দিয়েছিল ভারতীয় জনতা পার্টি। তাও দুজন সাংসদকে পূর্ণমন্ত্রী নয়, এক্ষেত্রে প্রতিমন্ত্রী করা হয়েছিল বলে তৃণমূলের পক্ষ থেকে কটাক্ষ করা হয়েছে ভারতীয় জনতা পার্টিকে। যদিও বা সেই আক্রমণে কান না দিয়ে পরবর্তীতে 2021 এর বিধানসভা নির্বাচনে বাংলাকে ভরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ময়দানে নামতে দেখা গিয়েছিল নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহকে। কিন্তু তাদের সেই লক্ষ্য পূরণ হয়নি।

তৃতীয়বারের জন্য বাংলার ক্ষমতা দখল করেছে তৃণমূল কংগ্রেস। তবে 77 টি আসন পেয়ে বিরোধী দলের জায়গা দখল করেছে ভারতীয় জনতা পার্টি। সামনেই 2024 এর লোকসভা নির্বাচন। তাই এখন থেকেই এই ব্যাপারে ঘুটি সাজাতে শুরু করে দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। মনে করা হচ্ছে, খুব দ্রুত কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণ হতে পারে। আর সেখানেই বাংলা থেকে একাধিক ব্যক্তির মন্ত্রী হওয়ার সম্ভাবনা উজ্জ্বল রয়েছে বলেই জল্পনা তৈরি হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, খুব তাড়াতাড়ি এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন নরেন্দ্র মোদী। অন্যান্য রাজ্যের পাশাপাশি বাংলা থেকেও একাধিক নাম কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পাওয়ার ব্যাপারে জল্পনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। যার মধ্যে রয়েছেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর, কোচবিহারের নিশীথ প্রামানিক, জগন্নাথ সরকার এবং মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। অর্থাৎ বিধানসভা নির্বাচনে ভরাডুবি হওয়ার পর এবার লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে বাংলা যাতে আগামী লোকসভায় তাদের নিরাশ না করে, তার জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভায় বেশকিছু সাংসদকে জায়গা দিয়ে বাংলার মানুষের মন জয় করার চেষ্টা করতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি বলেই মনে করা হচ্ছে।

পর্যবেক্ষকদের মতে, পশ্চিমবঙ্গে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় রাজনীতির দিকে নজর দিয়েছেন। এক্ষেত্রে বিভিন্ন বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে আবার মহাজোট গঠন হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে। সেদিক থেকে গেরুয়া শিবিরের অন্যতম অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তৃণমূল নেত্রীর খাসতালুকে যাতে বিপুল জয় পাওয়া যায়, তার জন্য 2024 এর লোকসভা নির্বাচনের আগে এখন থেকেই নিজেদের পথ প্রশস্ত করতে চাইছে ভারতীয় জনতা পার্টি।

আর সেই কারণেই এতদিন ধরে তৃণমূলের যে প্রধান অভিযোগ ছিল, বাংলাকে বিজেপি মর্যাদা দেয় না, সেই অভিযোগকে কার্যত খন্ডন করে দুই বিজেপি সাংসদকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা দেওয়ার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে। তবে শেষ পর্যন্ত যদি এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে বাংলা থেকে কাদের কাদের ভাগ্যের শিকে ছেঁড়ে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!