এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > কমিউনিজম ছেড়ে চীনারা এখন মাতছেন হরিনাম সংকীর্তনে! সামনে এল ভাইরাল হওয়া ভিডিও!

কমিউনিজম ছেড়ে চীনারা এখন মাতছেন হরিনাম সংকীর্তনে! সামনে এল ভাইরাল হওয়া ভিডিও!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  সম্প্রতি চীন দেশ ভারতের এক নম্বর শত্রু দেশে পরিণত হয়েছে। তাই সে দেশে কি হচ্ছে না হচ্ছে, বা সে দেশের মানুষ কি করছে না করছে – এসব ব্যাপারে আমাদের ভারতবাসীর বিশেষ আগ্রহ থাকাটা অবান্তর। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে চীন দেশের ভেতরের এমন একটি ভিডিও ভাইরাল হলো আমাদেরকে খুবই আনন্দিত করবে। যদিও বিশ্বাস করতে খুব কষ্ট হবে কিন্তু ভিডিওটি যারা দেখেছেন তারা সকলে অবাক হয়ে গেছে। কিন্তু ভিডিওটি কিন্তু মিথ্যা মোটেই নয়।

চীন দেশে হলো লালসালুতে মোরা কমিউনিস্ট দেশে। আর কম্যুনিস্টরা তো বলেই থাকেন যে ‘ধর্ম জনগণের আফিম’ এ কারণেই কমিউনিস্ট দেশে ধর্ম পালনের উপর বিশেষ রকম ভাবে বিধি নিষেধ জারি করা হয়। তবে ইটা ঠিক যে চীন কমিউনিস্ট দেশ হবার আগে বহুকাল ধরে ছিল বুদ্ধ ধর্মের দেশ। আর এই কারনেই চীনে বৌদ্ধ ধর্ম প্রচারে কোন বাঁধা নেই, কিন্তু এই ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম প্রচার নিষিদ্ধ। ইসলাম ধর্মকে, খ্রিস্টান ধর্মকে তো বারবার মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছে।কিন্তু এদের মধ্যেই যে চুপিসারে হিন্দুধর্ম ব্যাপকভাবে বিস্তারলাভ করেছে তার ভিডিও না দেখলে বিশ্বাস করা যায় না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকন সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করেছে, যেখানে দেখা যাচ্ছে দিনের বেলায় চীনের রাস্তায় বেশ কয়েকজন তরুণ তরুণী খোল, করতাল, মৃদঙ্গ বাজিয়ে ‘হরে কৃষ্ণ হরে রাম’ গান গাইছে। অবিশ্বাস্য হলেও এই ভিডিওতে দেখা যাচ্ছে চীনের রাস্তায় চিনা তরুণরা ভারতের হিন্দু পুরুষদের মত ধুতি, পাঞ্জাবি পরিধান করেছেন আর চীনের তরুণীরা ভারতীয় হিন্দু মহিলাদের মত শাড়ি পরিধান করেছেন প্রত্যেকেই রাস্তায় খোল, কর্তাল, মৃদঙ্গ সহযোগে মধুর সুরে ‘হরে কৃষ্ণ হরে রাম’ গান গাইছেন।

তাদের এই কৃষ্ণ নাম দেখতে বহু মানুষ রাস্তায় নেমে পড়েছেন তাদের মধ্যে কেউ কেউ এই দৃশ্যের ছবি তুলছেন, কেউবা ভিডিও রেকর্ড করছেন। ইস্কনের ভক্তেরা চীনা ভাষায় কৃষ্ণ নামের বই পর্যন্ত বিলি করছেন। আরো আশ্চর্যের ব্যাপার সমস্ত বিষয়টি দেখে কিন্তু চীনের পুলিশ কোনো বাধা দিচ্ছে, বরং ভিড় নিয়ন্ত্রণে সাহায্যই করছে।

কমিউনিস্টদের চীনের নাগরিকদের মধ্যেও বৈষ্ণৱ ভাবধারা ছড়িয়ে যেতে পেরেছে, যা থেকে আনন্দিত বহু ভারতবাসী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!