এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আজ থেকেই পুজো উদ্বোধন, নয়া বিপাকে মমতা! সিস্টেম নেই, কটাক্ষ বিজেপির!

আজ থেকেই পুজো উদ্বোধন, নয়া বিপাকে মমতা! সিস্টেম নেই, কটাক্ষ বিজেপির!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- দেবীপক্ষ পড়তে আরও দুদিন বাকি। কিন্তু তার আগেই সমস্ত রীতিনীতিকে অমান্য করে ভার্চুয়ালি পূজার উদ্বোধন করতে শুরু করে দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ থেকেই বাড়িতে বসে ভার্চুয়ালি তার এই পূজা উদ্বোধনের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। ইতিমধ্যেই গোটা বিষয় নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এবার যত সময় এগোচ্ছে, ততই কড়া আক্রমণ ধেয়ে আসছে বিরোধী দলের পক্ষ থেকে। অনেকে বলছেন, হিন্দু ধর্মের মানুষ হয়েও মমতা বন্দ্যোপাধ্যায় সেই ধর্মকে মান্যতা দেন না। তাই দেবীপক্ষ পড়ার আগেই তিনি পুজো উদ্বোধন শুরু করে দেন। যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। দিলীপ ঘোষের বক্তব্যের পর এই প্রশ্ন আরও মাথাচাড়া দিয়েছে সনাতনী হিন্দু সংস্কৃতির মানুষজনের মধ্যে।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে বিজেপি নেতা দিলীপ ঘোষকে একটি প্রশ্ন করা হয়। যেখানে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ধর্ম মানেন না, মুসলিম ধর্ম মানেন না। ওনার কোনো নিয়ম নীতি নেই। কোনো সিস্টেম জানেন না। তাই এই ধরনের কাজকর্ম করেন।” একাংশের বক্তব্য, এত তরতাজা ইস্যু পেয়ে দিলীপ ঘোষ সেই ব্যাপারে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মন্তব্য করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু এই ইস্যুটা তো সাধারণ মানুষের মধ্যে থেকে উঠে আসা একটা বড় ইস্যু। সাধারণ মানুষ তো আজকে প্রশ্ন করছেন যে, কেন এত আগে থেকে পশ্চিমবঙ্গে দুর্গাপুজো শুরু হবে? কেন পঞ্জিকার বাইরে গিয়ে সেই পুজো উদ্বোধন করতে শুরু করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী! তার ব্যস্ততা থাকতেই পারে। কিন্তু তাই বলে তিনি তাড়াহুড়ো করে হিন্দু শাস্ত্রকে অবজ্ঞা করবেন? এসব কি হিন্দু ধর্ম বলেই সম্ভব! অন্য কোনো ধর্মের ক্ষেত্রে কি এই কাজ করতে পারতেন রাজ্যের প্রশাসনিক প্রধান! তা নিয়ে প্রশ্ন তুলছে সমালোচক মহল।

বিজেপির দাবি, মুখ্যমন্ত্রী এখন পশ্চিমবঙ্গে এই দুর্গা পুজোকে উৎসবে পরিণত করে দিয়েছেন। শাস্ত্র জ্ঞান অপেক্ষা দূর্গাপূজায় আনন্দ উল্লাস বেশি হয়। নিষ্ঠা সহকারে পূজার প্রবণতা দিনকে দিন কমছে। যা নিয়ে হিন্দু সনাতনীদের মধ্যেও গভীর উদ্বেগ দেখা দিচ্ছে। তাই হিন্দু শাস্ত্রকে কার্যত অমান্য করে সমস্ত সিস্টেমকে ভেঙে দিয়ে দেবীপক্ষের আগেই পূজা উদ্বোধন করতে শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা ভবিষ্যতের জন্য অত্যন্ত চিন্তা জনক বলেই দাবি গেরুয়া শিবিরের।

পর্যবেক্ষকদের মতে, এমনিতেই বিজেপি প্রত্যেকটি সময় অভিযোগ করে, একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ভোটব্যাঙ্ক পেতে মুখ্যমন্ত্রী তাদের তোষণ করেই চলেছেন। হিন্দু ধর্ম কার্যত পশ্চিমবঙ্গে অস্তিত্ব সংকটের মুখে বলেই অভিযোগ একাংশের। আর এই পরিস্থিতিতে সেই হিন্দু ধর্মের সব থেকে বড় পুজো দুর্গা পুজো যেভাবে নিয়মের বাইরে চলে যাচ্ছে, তাতে মুখ্যমন্ত্রীর ওপরেই দোষারোপ করতে শুরু করেছেন বিরোধী দলের নেতারা। খুব কি প্রয়োজন ছিল, দেবীপক্ষ পড়ার আগেই এই পুজো উদ্বোধন করার? এতে হিন্দু সনাতনীদের মনের ব্যথা কি মুখ্যমন্ত্রী উপলব্ধি করতে পারছেন না! তিনি তো নিজেও একজন হিন্দু ধর্মের মানুষ। তার পক্ষ থেকে এই ধরনের কার্যকলাপ কি শোভা পায়? দিলীপ ঘোষের বক্তব্যের পর এই প্রশ্নই তুলতে শুরু করেছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!