এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পুরভোট সামনে আসতেই বড় সমস্যার মুখে শুভেন্দু, বাড়ছে জল্পনা

পুরভোট সামনে আসতেই বড় সমস্যার মুখে শুভেন্দু, বাড়ছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট একদিকে যখন পুরভোট আসছে, তখন গেরুয়া শিবিরের অন্তর্দ্বন্দ্ব নিয়ে জমজমাট বাংলার রাজনৈতিক মহল। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর থেকে ক্রমশই ভরসা হারাচ্ছেন গেরুয়া শিবিরের বিধায়কদের একটা বড় অংশ বলে শোনা যাচ্ছে। সম্প্রতি বিভিন্ন ঘটনায় তা সামনে এসেছে বলেও খবর। রাজ্য বিজেপি সংগঠনের অভ্যন্তরেও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একাধিক মতামত উঠে আসছে। আর কার্যত সে কারণে এবার কলকাতা পুরসভার নির্বাচনের শুভেন্দু অধিকারীকে আর কোনরকম সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছেনা।

যা একুশের বিধানসভা নির্বাচনে কিংবা উপনির্বাচনে দেখা গিয়েছিল। বিধানসভা নির্বাচন ও উপনির্বাচন দুই ক্ষেত্রেই গেরুয়া শিবির হেরে গিয়েছে। কিন্তু এবার পুরভোটে ঘুরে দাঁড়ানোর আশা গেরুয়া শিবিরে। গত 16 নভেম্বর কলকাতা এবং হাওড়ার পুর ভোট নিয়ে রাজ্য পার্টি অফিসে বৈঠক করেছিলেন শুভেন্দু অধিকারী। এবং সেখানে গেরুয়া শিবিরের অন্তর্ঘাতের প্রকাশ করেন তিনি। হাওড়ার এক প্রভাবশালী মন্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী দলের বর্তমান ও প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষের সামনে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধের নারদ কেলেঙ্কারিতে জড়িত থাকার প্রসঙ্গ তুলে দল থেকে বহিষ্কৃত হন বিজেপির হাওড়া সদর সাংগঠনিক জেলার সভাপতি। যথারীতি বিরোধী দলনেতা তারপর থেকেই পুরভোট থেকে সরে দাঁড়িয়েছেন বলে শোনা যাচ্ছে। সূত্রের খবর, উত্তরবঙ্গ এবং জঙ্গলমহল সহ একাধিক জেলা থেকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মতামত উঠে আসছে। অনেকেই বলছেন, নির্দিষ্ট কয়েকজন এমএলএ কে নিয়ে শুভেন্দু অধিকারী ব্যস্ত থাকেন।

এ প্রসঙ্গে অবশ্য শুভেন্দু অধিকারীর পক্ষেই মুখ খুলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ এবং বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। প্রশ্ন উঠছে, তবে কি পুরসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীকে নিয়ে সমস্যা বাড়ছে গেরুয়া শিবিরের অভ্যন্তরে? দলনেতা ছাড়া বিজেপি পুরভোটে কিভাবে ঘুরে দাঁড়াবে? সে ক্ষেত্রে দলের অন্তর্দ্বন্দ্ব কি বাধা হয়ে দাঁড়াবে? এই পুরোটাই জানতে গেলে অপেক্ষা করতে হবে পুরভোট পর্যন্ত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!