এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পুরভোট নিয়ে এবার ময়দানে স্বয়ং অভিষেক, কি পরিকল্পনা চলছে তৃণমূলের অন্দরে?

পুরভোট নিয়ে এবার ময়দানে স্বয়ং অভিষেক, কি পরিকল্পনা চলছে তৃণমূলের অন্দরে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট আর কিছু দিনের মধ্যেই শুরু হতে চলেছে কলকাতা এবং হাওড়ায় পুরভোট। বিধানসভা নির্বাচন ও উপনির্বাচনে জয়ের পর তৃণমূল কংগ্রেস আরও একবার পুরসভা নির্বাচনে জয়ের আশায় ঝাঁপিয়ে পড়তে চলেছে। এবং বরাবরের মতন কলকাতা পুরভোটের ময়দান কাঁপাতে আসরে নামতে চলেছেন সর্বভারতীয় তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, আগামী 15 এবং 16 তারিখ কলকাতায় দুটি মহা মিছিল করবেন তিনি। কার্যত উত্তর এবং দক্ষিণ কলকাতার প্রার্থীদের নিয়ে তিনি পথে নামবেন বলে জানা গিয়েছে। তবে কোন রাস্তা দিয়ে তিনি এই মহা মিছিল নিয়ে যাবেন তা অবশ্য এখনও নির্দিষ্ট হয়নি বলে খবর।

পুরসভা নির্বাচন আসতে আর বিশেষ দেরি নেই। তৃণমূলের পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলও ময়দানে নেমে পড়েছে। সূত্রের খবর, গত শনিবার কলকাতা পুরসভার 144 টি ওয়ার্ডের প্রার্থীদের নিয়ে একটি রুদ্ধদ্বার বৈঠকে বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই তিনি রীতিমতো শান্তি বজায় রেখে পুরভোট করানোর ব্যাপারে জোর দিয়েছেন। প্রসঙ্গত পুরভোট যাতে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়, সে কথা তিনি বারবার বলেছেন বলে জানা গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় চলতি সপ্তাহে দিল্লি যেতে চলেছেন বলে খবর। এরপর তিনি গোয়াতেও যাবেন। আর সবশেষে কলকাতা ফিরে আগামী 15 এবং 16 তারিখে কলকাতার বুকে মহা মিছিলের নেতৃত্ব দেবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত জানা গিয়েছে, এবার কলকাতার পুর ভোটের প্রার্থীদের প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিয়ে জানিয়ে দিয়েছেন, মানুষের পাশে থেকে ভোট করাতে হবে। একটি অভিযোগও যদি পাওয়া যায় তাহলে প্রার্থীর বিরুদ্ধে কিন্তু দল কড়া ব্যবস্থা নেবে। প্রয়োজনে বহিষ্কারের পথে হাঁটতে পারে তৃণমূল। ইতিমধ্যেই জানা গেছে, দলের বেশ কিছু বিক্ষুব্ধ যারা পুরভোটের টিকিট পাননি, তাঁরা নির্দল হয়ে দাঁড়িয়েছেন। তাঁদের প্রতিও অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়ে জানিয়েছেন, এক সঙ্গে লড়াই করার কথা। না হলে ভবিষ্যতে হয়ত বহিষ্কার করা হতে পারে সেইসব বিক্ষুব্ধ প্রার্থীদের।

কার্যত 15 তারিখ উত্তর কলকাতার দলীয় প্রার্থীদের নিয়ে কলকাতার রাজপথে নামবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 16 তারিখ দক্ষিণ কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচার চালাবেন। ইতিমধ্যেই এই দুটি মহা মিছিল নিয়ে রাজনৈতিক পারদ তুঙ্গে। অন্যদিকে জানা গিয়েছে, 16 তারিখ কলকাতা পুরভোটের শেষ দিনের প্রচারে বেহালা এবং বাঘাযতীনের জনসভায় থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মহামিছিল- কলকাতা পুরভোটের প্রচার কর্মসূচীতে রীতিমতো জমজমাট আসর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!