এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েতের আগেই কৃষকদের বন্যার ক্ষত মুছতে বিশেষ পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

পঞ্চায়েতের আগেই কৃষকদের বন্যার ক্ষত মুছতে বিশেষ পদক্ষেপ মুখ্যমন্ত্রীর


গত বছরের ভয়ানক বন্যায় কৃষকদের ফসল সহ কৃষি জমির ব্যাপক ক্ষতি সাধন হয়েছিল।তাই প্রতিশ্রুতি মতো উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকের বন্যাপীড়িত কৃকষদের রাজ্যের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর্থিক সহায়তা প্রদান করলেন। জানা গেছে মঙ্গলবার থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত চেক বিলি করবে রাজ্য সরকার। উল্লেখ্য গত বছরের ভয়ানক বন্যায় কৃষকদের ফসল সহ কৃষি জমির ব্যাপক ক্ষতি সাধন হয়েছিল। সরকারের হিসেব অনুযায়ী, রায়গঞ্জের বন্যায় মোট ১৫ হাজার ২৩০ হেক্ট জমির ফসল নষ্ট হয়েছে। মোট ১৬ হাজার ৩৮১ জন কৃষক ক্ষতিপূরণের আবেদন করেন । কৃষকদের এই আর্থিক অনুদান প্রকল্পে রাজ্যের তরফে ১৬ কোটি ২৩ লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্দ করা হয়। হিসাব মতো প্রতি বিঘার জন্য ক্ষতিপূরণের পরিমাণ ১৭৮০ টাকা । সর্বোচ্চ ১৫ বিঘা আমন ধান জমির জন্য ২৭ হাজার টাকার চেক দেওয়া হয়। রাজ্য সরকারের প্রতিশ্রুতি মতো এই পদক্ষেপে কৃষকেরা আজ ভীষণই আনন্দিত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!