এখন পড়ছেন
হোম > রাজ্য > ২১ জুন তৃণমূলের কোর কমিটির বৈঠকেই হতে চলেছে তৃণমূলের সাংগঠনিক রদবদল ,জল্পনা তুঙ্গে

২১ জুন তৃণমূলের কোর কমিটির বৈঠকেই হতে চলেছে তৃণমূলের সাংগঠনিক রদবদল ,জল্পনা তুঙ্গে


২১ জুন হতে চলেছে তৃণমূলের কোর কমিটির বৈঠক। দলকে সাংগঠনিক দিক থেকে শক্তিশালী করতে এবার এই বৈঠকের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। পঞ্চায়েত ভোটার ফল ভালো হলেও নেত্রীর “বিরোধী শুন্য পঞ্চায়েত ” এর ইচ্ছা পূরণ হয়নি। কোনো জায়গায় জেতা তো দূরে থেকে বড় সংখ্যক ভোটে বিরোধীদের কাছে হেরেছে শাসকদল। ফলে ক্ষোভ তো গিয়ে পড়েছে অবশ্যই দ্বায়িত্ত্বপ্রাপ্ত নেতাদের উপর। তাছাড়া বার বার হুঁশিয়ারি দেওয়া স্বত্তেও কমেনি গোষ্ঠীদ্বন্দ্ব। এছাড়া এখন শাসকদলের বড় মাথাব্যথা হলো তৃণমূলের ছাত্র পরিষদ। তৃণমূলের ছাত্র রাজনীতি এখন নানা অভিযোগে সংবাদ শিরোনামে। জানা গেছে যে মুখ্যমন্ত্রী বার বার এই তৃণমূল ছাত্র পরিষদে জোর দিয়েছেন কেননা তাঁর দাবি এখন থেকেই ভবিষ্যতের নেতা নেত্রী আসে। তাই তাঁর দলের সুযোগ্য নেত্র নেত্রীকে এখন থেকেই তুলে আনতে চাইছেন তিনি। কিন্তু অশান্তি ছড়িয়েছে সেখানেও ফলে কিছুটা অসন্তুষ্ট তিনি এই নাকি গুঞ্জন শোনা যাচ্ছে। সাথে জল্পনা এও ছড়িয়েছে যে রদবদল হতে পারে তৃণমূল ছাত্র পরিষদে। ২১ জুন দলের কোর কমিটির বৈঠকে সবার উপস্থিতিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছাত্র পরিষদের সাংগঠনিক রদবদল করতে পারেন। তবে নতুন সভানেতা বা নেত্রী কে হবেন সে বিষয়ে নাকি এখনো স্থির হয়নি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

যোগ্য মুখকেই দ্বায়িত্ব দেওয়া হবে বলে শোনা যাচ্ছে। অন্যদিকে তার জন্য নাকি নামের তালিকায় পৌঁছে গেছে বলেও গুঞ্জন। যদিও এটি সত্যি হতে পারে কেননা গতকাল ভেঙে দেওয়া হয়েছে ঝাড়গ্রাম তৃণমূল ছাত্র পরিষদের জেলা কমিটি। আর সেকথা তৃণমূল ছাত্র পরিষদের সভানেত্রী জয়া দত্ত জানিয়েছেন, দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশেই ঝাড়গ্রাম তৃণমূল ছাত্র পরিষদের জেলা কমিটি ভাঙা হয়েছে। এই কমিটির সভাপতি ছিলেন গোপীবল্লভপুর ব্লকের বাসিন্দা সত্যরঞ্জন বারিক। নতুন কমিটি কবে গঠন হবে সেবিষয়ে দলের তরফে কিছু জানানো হয়নি। যদিও সেই নিয়ে কিছু বলেন নি জয়াদেবী। তবে রাজনৈতিকমহলের ধারণা পঞ্চায়েত নির্বাচনে গোপীবল্লভপুর ব্লকের দায়িত্বে ছিলেন সত্যরঞ্জনবাবু কিন্তু বেশিরভাগ আসনেই বিজেপি যেতে ব্লক হাতছাড়া হয়েছে। আর তাছাড়া সত্যরঞ্জন বাবুকে নিয়ে দলে নাকি অনেক অভিযোগ ছিল বলেও গুঞ্জন। ফলে রাজনৈতিকমহলের দাবি যে এই শুরু হলো। নানা জায়গায় এবার বদলের কাজ চলছে বলেই মনে করা হচ্ছে। আর সেই বদলের ঘোষণা ২১ জুন তৃণমূলের কোর কমিটির বৈঠক থেকেই হতে চলেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!