এখন পড়ছেন
হোম > রাজ্য > দিকে দিকে ‘আক্রান্ত বিজেপি’ কর্মীদের বাঁচাতে কমিশনে বিশেষ পদক্ষেপ মুকুল রায়ের

দিকে দিকে ‘আক্রান্ত বিজেপি’ কর্মীদের বাঁচাতে কমিশনে বিশেষ পদক্ষেপ মুকুল রায়ের


দিকে দিকে ‘আক্রান্ত বিজেপি’ কর্মীদের বাঁচাতে কমিশনে বিশেষ পদক্ষেপ মুকুল রায়ের। মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে বারংবার বিজেপি কর্মীদের আক্রান্ত হওয়ার জেরে এদিন পূর্ব বর্ধমানের জেলা নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানালেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি এই লিখিত অভিযোগে বলেন, “আউশগ্রাম, বর্ধমান ১ ও ২ ব্লকে বিজেপি সমর্থকদের ওপর অত্যাচার ও সন্ত্রাস সৃষ্টি করা হচ্ছে।” একই অভিযোগ জানান সিপিএমের অপূর্ব পাল।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

প্রশাসন সূত্রের খবর এরপই তৎপর হয়ে ওঠে প্রশাসন এমনকি গোটা বিষয়টি বিডিওদের দ্বারা তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। জানা গেছে মনোনয়ন পত্র জমা দেওয়ার দিন থেকে এদিন পর্যন্ত মোট ১১ টি অভিযোগ জমা পড়েছে এরমধ্যে বেশির ভাগই সিপিএমের আনা অভিযোগ ও বাকি গুলি বিজেপির। এদিকে মনোনয়নপত্র জমা দিতে না পারা নিয়ে যখন বিরোধীরা সরব তখন অন্যদিকে পূর্ব বর্ধমানে গ্রাম পঞ্চায়েত স্তরে তৃণমূলের মনোনয়ন জমা পড়েছে ৭৬২ টি, বিজেপির ২১৩ টি, সিপিআই ১ টি ও সিপিএমের ২৫১ টি, কংগ্রেস ১২ টি, নির্দল ১৭ টি ও অন্যান্য ৩ টি। পঞ্চায়েত সমিতি স্তরে তৃণমূলের ১২৮ টি, বিজেপির ৪০ টি, সিপিএমের ৩৯ টি এবং কংগ্রেসের ২ টি আসনে মনোনয়ন জমা পড়েছে। আর জেলা পরিষদের স্তরে তৃণমূলের ৬ টি ও বিজেপি ১ টি মনোনয়ন জমা পড়েছে বলে খবর। প্রতিটি স্তরেই তৃণমূল কংগ্রেস মনোনয়ন জমা দেওয়ার দিক থেকে শীর্ষ স্থানে আছে বলে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!